সোশ্যাল মিডিয়াতে প্রতিনিয়িত ভাইরাল হতে দেখা যায় হাজারো ভিডিও। এই সমস্ত ভাইরাল ভিডিও গুলির মধ্যে হাসির থেকে শুরু করে চমকে দেবার মত সমস্ত জিনিস দেখতে পাওয়া যায়। আর তাছাড়া আজকাল সবকিছুই মানুষ একটু হটকে ভাবে করতে চায়, আর তা শেয়ার করতে চাই সোশ্যাল মিডিয়াতে। এ যেন ট্রেন্ডিং এ আসার জন্য চলে কম্পিটিশন। শুধুই যে হাসির বা অবাক করার মত ভাইরাল ভিডিও (Viral Video) পাওয়া যায় সোশ্যাল মিডিয়াতে তা নয়। অনেক সময় প্রতিভাশীলদের ভিডিও চোখে পড়ে।
কিছুদিন হল বিয়ের মরশুম শেষ হয়েছে, বর্তমানে চৈত্র মাসে বিয়ে হয়না। আর হাজারো বিয়ের মধ্যে কিছু বিয়েতে এমন কিছু মজাদার ঘটনা ঘটে যে তা সোশ্যাল মিডিয়াতে শেয়ার হলেই ভাইরাল ভিডিওতে পরিণত হয়। যেমন কিছুদিন আগেই বিয়ে বাড়ির একটি ভিডিও ভাইরাল হয়েছিল। ভিডিওতে বৌয়ের ছবি তোলার সময় ফটোগ্রাফার বৌয়ের গায়ে হাত দিচ্ছিলো তা রেগে আগুন হয়ে যায় বর। রাগের বসে মেরেই দেয় ফটোগ্রাফারকে।
সম্প্রতি এক বিয়ে বাড়ির ভিডিও সামনে এসেছে যা দেখে আবেগঘন হতে পারেন দর্শকেরা। সাধারণত বিয়ের পর শ্বশুর বাড়ি যেতে হয় মেয়েদের। আর বাপের বাড়ি ছেড়ে স্বামীর ঘরে যাবার সময় চোখের জলে ভাসিয়ে ফেলে মেয়ে ও মেয়ের পরিবারের লোকেরা। কারণ ছোট থেকে মানুষ করে একদিনেই অনত্র গিয়ে সংসার করতে হয় মেয়েদের। ভাইরাল হওয়া ভিডিওতেও তাঁর অন্যথা দেখা যায়নি। বিয়ের পিঁড়িতে কাঁদতে দেখা যাচ্ছে নববধূকে।
আপনি হয়তো ভাবছেন তাহলে আর আলাদা কি হল! আসলে ভিডিওতে দেখা যাচ্ছে বউয়ের কান্না দেখে নতুন বরও কেঁদে ফেলেছে। এই ঘটনা সচরাচর দেখা যায় না। বিয়েতে স্বামী স্ত্রী প্রতিজ্ঞা করে যে সুখে দুঃখে একসাথেই থাকবে তাঁরা দুজনে। তবে বিয়ের পিঁড়িতে বউয়ের দুঃখে সমব্যাথী হতে খুব কম বরকেই দেখা যায়। ভিডিওটি জিৎ ভৌমিক নামের এক ফেসবুক ব্যবহারকারী শেয়ার করেছেন।
শেয়ার হবার পর থেকেই ধরে ধীরে তুমুল ভাইরাল হয়ে পড়েছে ভিডিওটি। ইতিমধ্যেই আড়াই লক্ষেরও বেশি ভিউ হয়ে গিয়েছে ভিডিওটিতে। সাথে রয়েছে অসংখ্য নেটিজেনদের মতামত। সাড়ে তিন হাজারেরও বেশি লোকে ভিডিওটি দেখে প্রতিক্রিয়াও দিয়েছেন।