• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

MBA করেও জোটেনি চাকরি! শেষমেশ চা বিক্রি করেই কোটিপতি মধ্যপ্রদেশের যুবক

Published on:

MBA Chaiwala

কথায় আছে ইচ্ছা থাকলে সবই সম্ভব। এই কথা অতীতেও প্রমাণিত হয়েছে বহুবার। এবার এই কথাই ফের প্রমান করে দিল মধ্যপ্রদেশের (Madhyapradesh) এক যুবক। প্রত্যেক মা বাবাই চান তাদের সন্তানরা লেখাপড়া করে ভালো মানুষের মত মানুষ হোক। ভালো প্রতিষ্ঠানে কাজ করে বা নিজের ব্যবসা করে টাকা উপার্জন করুক ও সুখে দিন কাটাক। ভালো চাকরির উদ্দেশ্যেই মধ্যপ্রদেশের ছেলে প্রফুল্ল্য বিলোরকে (Prafullya Billore) মা বাবা MBA করিয়েছিলেন। কিন্তু MBA করেও প্রাইভেট কোম্পানির চাকরি না করে শুরু করেন চা বিক্রি।

MBA Chaiwala

জানলে হয়তো অবাক হবেন আজ চা বিক্রি করেই কোটি টাকা যায় করেন প্রফুল্ল্য। না কোনো  আজগুবি কথা নয়, চা বেঁচেই তিন কোটির কাছাকাছি টার্নওভার হয়েছে তাঁর। মাত্র ২২ বছরেই মধ্যপ্রদেশের এলাহাবাদের প্রফুল্ল্য গোটা দেশে বিখ্যাত হয়ে পড়েছেন। প্রফুল্ল্যের দোকানের নাম ‘MBA Chai  Wala’ অর্থাৎ MBA ডিগ্রি পাবার পরেও চাকরি না পেয়েই যে চায়ের দোকানের অনুপ্রেরণা পান প্রফুল্ল্য সেটা একেবারেই স্পষ্ট করে দিয়েছেন।

MBA Chaiwala

হটাৎ কিভাবে এমন আইডিয়া মাথায় এল প্রফুল্ল্যের ? নিশ্চই প্রশ্ন জাগছে আপনারও মনে। তাহলে বলি, আমেদাবাদে পড়াশোনা করার সময় হাত খরচ চালানোর জন্য একটি রেস্টুরেন্টে কাজ করত সে। তখনি এক চা বিক্রেতার সাথে যোগাযোগ হয়। এরপর এমবিএ চলাকালীনই চায়ের দোকান খোলার সিদ্ধান্ত নেয় প্রফুল্ল্য। এরপর মা বাবার সাথে রীতিমত ঝগড়া করেই MBA এর পড়াশোনা ছেড়ে চায়ের দোকান শুরু করে সে।

শুরুতে অল্প কিছু পুঁজি নিয়েই খুলে ছিল দোকান। ধীরে ধীরে বিক্রি বাড়তে থাকে, কয়েক মাসের মধ্যেই মাসে ১৫০০০ টাকা পর্যন্ত উপার্জন করতে সক্ষম হয়েছিল সে। তখন আরো উঠেপড়ে লাগে প্রফুল্ল্য। আজ তার চায়ের দোকান গোটা দেশে বিখ্যাত হয়ে পড়েছে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥