• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

প্রথমবার ভাত খেলো পূজা পুত্র কৃশিব! ধুতি পাঞ্জাবির সাজে খুদের অন্নপ্রাশনের ছবি ভাইরাল

গত ৯ই অক্টোবর মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন পূজা ব্যানার্জি ( Puja Banerjee) । করোনার জেরে পূজা কুণাল বার্মা ( Kunal Verma) ধুমধাম করে বিয়ের অনুষ্ঠানের পরিকল্পনা ভেস্তে যায়। তাই সদ্য মা বাবা হওয়ায় বেজায় খুশি এই তারকা দম্পতি।

Puja Banerjee,Kunal Verma,Krishiv Verma,Tollywood,Yuvaan,Puja Banerjee son,পূজা ব্যানার্জি,কুণাল বার্মা,কৃশিব বার্মা,krishiv,kiss day,কিস ডে,কৃশিবের অন্নপ্রাশন,krishiv's rice ceremony

   

এতদিন খুদের সঙ্গে বিভিন্ন মুহূর্তের ছবি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন এই তারকা দম্পতি। এখন ছটফটে ছোট্ট খুদেকে নিয়েই সময় কাটাচ্ছেন অভিনেত্রী। প্রায়শই কৃশিবের বিভিন্ন ছবি ভিডিও পোস্ট করতে দেখা যায় পূজাকে।

Puja Banerjee,Kunal Verma,Krishiv Verma,Tollywood,Yuvaan,Puja Banerjee son,পূজা ব্যানার্জি,কুণাল বার্মা,কৃশিব বার্মা,krishiv,kiss day,কিস ডে,কৃশিবের অন্নপ্রাশন,krishiv's rice ceremony

কৃষ্ণ আর শিবের মিশেলে অভিনেত্রী ছেলের নাম রেখেছিলেন কৃশিব। ছেলে জন্মানোর পর ক্যাপশনে সেই কথা উল্লেখ করে পূজা লেখেন, ‘হরে কৃষ্ণ। ওঁ নমঃ শিবায়। আপনাদের মুখোমুখি আমাদের ছেলে কৃশিব।’

Puja Banerjee,Kunal Verma,Krishiv Verma,Tollywood,Yuvaan,Puja Banerjee son,পূজা ব্যানার্জি,কুণাল বার্মা,কৃশিব বার্মা,krishiv,kiss day,কিস ডে,কৃশিবের অন্নপ্রাশন,krishiv's rice ceremony

এদিন খুদে প্রথম ভাত খেলো, অর্থাৎ পূজা পুত্র কৃশিবের অন্নপ্রাশন দিল তারকা দম্পতি। ফুলের সাজ, মাথায় টোপর, আর ধুতি পাঞ্জাবি পরে বাবার কোলে উঠে ড্যাবড্যাব করে তাকিয়ে থাকতে দেখা যায় খুদেকে। আর ছবি প্রকাশ্যে আসতেই নেটিজেনরা তাকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছে।

Puja Banerjee,Kunal Verma,Krishiv Verma,Tollywood,Yuvaan,Puja Banerjee son,পূজা ব্যানার্জি,কুণাল বার্মা,কৃশিব বার্মা,krishiv,kiss day,কিস ডে,কৃশিবের অন্নপ্রাশন,krishiv's rice ceremony

ছেলেকে নিয়েই সারাক্ষণ মেতে থাকেন অভিনেত্রী। দিন কয়েক আগেই নিজের ইন্সটা হ্যান্ডেলে ছোট্ট একরত্তির একটি মিষ্টি ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী। যেখানে ছেলেকে মনের মত করে সাজিয়েছেন পূজা। কখনো ছোট্ট কৃশিবকে গোলাপি রঙের বিকিনি পরিয়ে, মাথায় লাগিয়ে দিয়েছেন ফুল ওয়ালা হেয়ার ব্যান্ড, কখনোবা স্টাইলিশ স্নানের পোশাকে খুদেকে সাজিয়েছেন মম্মা।

ভিডিও শেয়ার করে ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, “মেয়ে নেই তো কী হয়েছে, ছেলের সাথেই মজা করা যাক”, ‘ইটস বিকিনি শ্যুট’ গানে ভিডিও করে কৃশিবের ছবি দিতেই নিমেষে ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। শিবরাত্রির দিনেও ছেলেকে নিয়ে শিবের মাথায় জল ঢালতে দেখা যায় তাকে।

site