সম্প্রতি ঘটে যাওয়া জোম্যাটো ডেলিভারি কান্ড (Zomato Delivery Incident) নিয়ে বর্তমানে উত্তেজিত নেটদুনিয়া। ১০ই মার্চ সোশ্যাল মিডিয়াতে এক মহিলার ভিডিও ঝড়ের বেগে ভাইরাল হয়ে পরে। ভিডিওতে এক মহিলাকে কাঁদতে দেখা যায়। মহিলা কেঁদে কেঁদে বলেন যে জোম্যাটো ডেলিভারি বয় কামরাজের সাথে ঝগড়া হয় তাঁর। এরপরেই নাকি কামরাজ ওই মহিলাকে মেরে তার নাক ফাটিয়ে দিয়েছেন। ভিডিওটি ভাইরাল (Viral Video) হবার পর গ্রেফতার করা হয় কামরাজকে। কামরাজের (Kamraj) দাবি ওই মহিলাই তাকে জুতো দিয়ে মেরেছেন, এই কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন কামরাজ। এবার কামরাজের পাশে দাঁড়ালেন অভিনেত্রী পরিণীতি চোপড়া (Parineeti Chopra)।
সোশ্যাল মিডিয়াতে Zomato তাদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে একটি বয়ান জারি করা হয়। যেখানে লেখা আছে, তাঁরা ওই আক্রান্ত মহিলা হিতেশা চন্দ্রানীর (Hitesha Chandrani) সাথে সম্পর্কে রয়েছেন ও তার সমস্ত চিকিৎসার খরচ বহন করছে। পাশাপাশি জোম্যাটো কামরাজের সাথেও আছে, কারণ আসল সত্যিটা সামনে আসা উচিত। আইনি পক্রিয়া অনুযায়ী তদন্ত এগোচ্ছে। বর্তমানে কামরাজকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে তবে তার বেতন দিয়ে দেওয়া হয়েছে।
https://twitter.com/HChandranee/status/1369486163140956160
এরপর জোম্যাটোর বয়ানে রয়েছে, ‘কামরাজ দীর্ঘ ২৬ মাস ধরে জোম্যাটো ডেলিভারি পার্টনার হিসাবে কাজ করছেন। এপর্যন্ত ৫০০০ ডেলিভারি করেছেন যার মধ্যে ৪.৭৫ রেটিং রয়েছে ৫ এর মধ্যে কামরাজের। যেটা সর্বোচ্চ রেটিংয়ের দিকে। ৫০০০ ডেলিভারির ক্ষেত্রে এরআগে কখনো এমন কোনো ঘটনা রিপোর্ট হয়নি’। জোম্যাটোর তরফ থেকে আসা এই বয়ান দেখার পরেই ঘটনার আসল সত্যি জানার জন্য সরব হন নেটিজনরা।
I want to chime in about the incident that happened in Bengaluru a few days ago. @zomato pic.twitter.com/8mM9prpMsx
— Deepinder Goyal (@deepigoyal) March 12, 2021
সকলেই দাবি জানাতে থাকেন, শুধু মাত্র ফেমাস হবার জন্য ও নিজের লাভের জন্য এই ভাবে কোনো মহিলা একজনের ক্ষতি করেন তাহলে তা অমানবিক! প্রত্যেকেই চায় জাতের আসলে সত্যি সামনে আসে। এবার এই ঘটনায় মুখ খুললেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। ডেলিভারি বয় কামরাজের পাশে দাঁড়িয়েছেন পরিণীতি। একটি টুইটে পরিণীতি লিখেছেন, ‘Zomato India দয়া করে মানুষের সামনে সত্যিটা তুলে ধরবেন। যদি এই ভদ্রলোক নির্দোষ হন (আমি মনে করি তিনি নির্দোষ), তাহলে ওই মহিলাকে যথাযথ শাস্তি দিতে হবে। ইটা সত্যি খুবই অমানবিক, লজ্জাজনক ও হৃদয় বিদারক একটা ঘটনা। আমায় জানাবেন যদি আমি কোনোভাবে সাহায্য করতে পারি’।
Zomato India – PLEASE find and publicly report the truth.. If the gentleman is innocent (and I believe he is), PLEASE help us penalise the woman in question. This is inhuman, shameful and heartbreaking .. Please let me know how I can help.. #ZomatoDeliveryGuy @zomatoin
— Parineeti Chopra (@ParineetiChopra) March 13, 2021
প্রসঙ্গত, আক্রান্ত মহিলা হিতেশা চন্দ্রানীকে মেরে নাক ফাটিয়ে দিয়েছে ডেলিভারি বয় কামরাজ। কিন্তু কামরাজের বয়ান অনুযায়ী ওই মহিলাই দেরি হবার কারণে চপ্পল দিয়ে মারতে থাকেন কামরাজকে। তখন নিজেকে বাঁচাতে হাত চালাতে গিয়ে ওই মহিলার হাতে থেকে আংটি গিয়ে লাগে তাঁরই নাকে। তখনি নাক ফেটে যায়। অর্থাৎ ইচ্ছাকৃত ভাবে নয় বরং আত্মরক্ষার স্বার্থে হাত চালিয়েছিলেন কামরাজ। এই ঘটনা নিয়ে বর্তমানে ব্যাপক উত্তেজনা রয়েছে নেটমহলে। সকলের কথা একটাই আসল সত্যি সামনে আসুন ও যদি ওই মহিলা দোষী হন তাহলে তার শাস্তি চাই এভাবে একজনের নাম মিথ্যা বলে তাকে ফাঁসানোর জন্য।