• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

রেগে আগুন রাখি সাওয়ান্ত! ‘নাগিন’ সেজে ফোঁস করে উঠলেন সোশ্যাল মিডিয়াতে

বলিউডে অনেক অভিনেত্রী রয়েছে, তাদের মধ্যেই একজন হলেন রাখি সাওয়ান্ত (Rakhi Sawant)। একাধিক বার নানান কারণে বিভিন্ন বিতর্কে জড়িয়েছেন অভিনেত্রী রাখি সাওয়ান্ত। যার কারণে  রাখিকে নিয়ে চলছে ট্রোলিং ইত্যাদি চলেছে বেশ কয়েকবার। কিছুদিন আগেই শেষ হয়েছে জনপ্রিয় টিভি রিয়ালিটি শো বিগবস সিজেন ১৪ (Big Boss 14)। সেখানে প্রতিযোগী হিসাবে অংশ নিয়েছিলেন রাখি। বিগবসের মঞ্চে বিজেতা না হলেও টপ প্রতিযোগীদের মধ্যে একজন ছিলেন রাখি সাওয়ান্ত। ১৪ লক্ষ টাকা নিয়ে বিগবসের মঞ্চ ছেড়ে যান তিনি। এই অর্থের পুরোটাই তিনি তার মায়ের ক্যান্সারের চিকিৎসার কাজে লাগাবেন বলেই জানান।

Rakhi Sawant

   

 

অভিনেত্রীর ছবির সংখ্যা খুব বেশি না হলেও কিছু ছবিতে রাখির অভিনয় আজও মনে রয়েছে দর্শকদের। মস্তি, ১৯২০, দ্রোণা ইদ্যাদি ছবিতে দারুন অভিনয় করেছিলেন অভিনেত্রী। এগুলি ছাড়াও একাধিক ছবিতে অভিনয় করেন তিনি। তবে অভিনেত্রীর হুটপাট বলে দেওয়া কথা আর কিছু অস্বাভাবিক আচরণের কারণে মাঝে মধ্যেই সংবাদ মাধ্যমের শিরোনামে থাকতে দেখা যায় রাখিকে।

রাখি সাওয়ান্ত Rakhi Sawant

সোশ্যাল মিডিয়াতেও বেশ ভালোরকম সক্রিয় রাখি। প্রায়শই নিজের নানান ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেন অভিনেত্রী। ইনস্টাগ্রামে ১০ লক্ষেরও বেশি অনুগামী রয়েছে অভিনেত্রীর। রাখি নিজেকে বলিউডের বিখ্যাত অভিনেত্রী শ্রীদেবীর (Sridevi বিশাল বড় ফ্যান বলেন। এবার সম্প্রতি রাখি একটি ভিডিও শেয়ার করেছেন ইনস্টাগ্রামে যা বেশ ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়া মাধ্যমে।

ভিডিওতে শ্রীদেবীর আইকনিক নাগিনের দৃশ্যে দেখা যাচ্ছে রাখি সাওয়ান্তকে। আসলে ভিডিওতে শ্রীদেবীকেই নাচতে দেখা যাচ্ছে। কিন্তু সফটওয়্যার এডিটিংয়ের সাহায্যে শ্রীদেবীর মুখের বদলে নিজের মুখ বসিয়ে দিয়েছেন রাখি সাওয়ান্ত। নাগিন ছবির ‘ম্যায় তেরা দুশমন’ গানে নাচতে দেখা যাচ্ছে রাখিকে এই ভিডিওতে। আর সেই ভিডিওই শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়াতে।

 

View this post on Instagram

 

A post shared by Rakhi Sawant (@rakhisawant2511)

ভিডিও শেয়ার হওয়ার পর থেকেই ব্যাপক ভাইরাল হয়ে পড়েছে। ইতিমধ্যেই সাড়ে ৫ লক্ষেরও বেশ দর্শকে এই ভিডিও দেখেছেন। অনেকেই ভিডিওটি পছন্দ করেছেন, তবে কিছু নেটিজন আবার এই ভিডিও দেখে খোঁচা দিয়েছেন রাখিকে। এক নেটিজন অভিনেত্রীর এই ভিডিও দেখে মন্তব্য করেছেন, ‘মনে হচ্ছে নাগিনের ঠোঁটে মৌমাছি কামড়ে দিয়েছে’। আবার কেউ মন্তব্য করেছেন, ‘রুবিকাকে ছোবল মারবে নাকি’!

রাখি সাওয়ান্ত Rakhi Sawant

site