সোশ্যাল মিডিয়া মানেই হাতের মুঠোয় পৃথিবী। বাড়ির পাশের ঘটনা থেকে শুরু করে প্রথিবীর অন্য প্রান্তের ঘটনা মুহূর্তের মধ্যেই ভেসে ওঠে সোশ্যাল মিডিয়ার পর্দায়। হাসি মজার ভিডিও থেকে শুরু করে নানান অদ্ভুত সমস্ত কাণ্ডকারখানার ভাইরাল ভিডিও (Viral Video) দেখা যায় এখানে। আবার মাঝেমধ্যেই কিছু প্রতিভাশীল লোকেদের প্রতিভার নিদর্শন মেলে এই সমস্ত ভাইরাল ভিডিও গুলির মধ্যে দিয়ে।
সোশ্যাল মিডিয়ার এই ভাইরাল ভিডিওগুলির মধ্যে মাঝে মধ্যেই মানুষ ছাড়াও পশু পাখিদের নানান কীর্তি কলাপের ভিডিও দেখতে পাওয়া যায়। কখনো শিম্পাঞ্জির সাথে কচ্ছপের বন্ধুত্ব চোখে পরে, যেখানে কচ্ছপকে আপেল খাইয়ে দেয় শিম্পাঞ্জি। আবার কখনো হিংস্র বাঘকে বুদ্ধির জোরে মাত দিয়ে দেয় হরিণ। আবার কখনো হাতি এসে রাস্তা আটকে কলা চুরি করে কেহই ফেলে। এই ধরণের হাজারো উদাহরণ রয়েছে।
সম্প্রতি এক স্কিয়িং (Skiing) ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। বরফের মধ্যে স্কিয়িং এর ভিডিও এর আগেও হয়তো অনেকেই দেখে থাকবেন। তবে এই ভিডিওটি একটু আলাদা কারণ স্কিয়িং এর জন্য অনেকেই স্কিয়িং ড্রেস পরে থাকেন। অথচ ভিডিওতে যারা স্কিয়িং করছেন তারা পোশাক হিসাবে ধুতি পাঞ্জাবি আর শাড়িকেই বেছে নিয়েছেন। হ্যাঁ ঠিকই শুনেছেন ধুতি পাঞ্জাবি আর শাড়ি পরে স্কিয়িং। অদ্ভুত এই স্কিয়িং এর ভিডিও শেয়ার হবার পরেই ভাইরাল হয়ে পড়েছে।
যেমনটা জানা যাচ্ছে ভিডিওতে যে দম্পতিকে দেখা যাচ্ছে তারা হলেন প্রবাসী ভারতীয়। আমেরিকার মিনেসোটার ওয়েলচ নামের এক গ্রামে ঘুরতে গিয়েছেন তাঁরা। সেখানে বরফে ঘেরা পরিবেশ বহু পর্যটকদের আকৃষ্ট করে, সাথে স্কিয়িং এর জন্যও বেশ পরিচিত এই জায়গাটি। সেখানেই স্কিয়িং এর সিদ্ধান্ত নেন দিব্যা ও মধু। কিন্তু মজাটা হল শাড়ি আর ধুতি পাঞ্জাবিতেই স্কিয়িং করার সিদ্ধান্ত নেন তাঁরা। এরপর সেই ভিডিও রেকর্ড করে শেয়ার করে দেন সোশ্যাল মিডিয়াতে।
ভিডিও শেয়ার করে দিব্যা লিখেছেন, ‘আমরা চেয়েছিলাম একটু পাগলামি করতে’। শাড়ি পরে স্কিয়িং আর ধুতি পরে স্কিয়িং এর আগে কেউ কখনো করেছেন কি না তা ঠিক জানা নেই। তবে দিব্যা ও মধু দুজনেই যে ভরপুর মজা করেছেন তা কিন্তু ভিডিও থেকে স্পষ্ট।
View this post on Instagram