রবিবার ২১ শে ফেব্রুয়ারীর সকালে নবাব পরিবারে ফের জন্ম নিলো নবাব পুত্তুর। দ্বিতীয় বারেও পুত্র সন্তানের মা হলেন করিনা কাপুর (Kareena Kapoor)। মুম্বইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে ফুটফুটে এক পুত্র সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী৷ তারপর থেকেই তাকে একঝলক দেখার জন্য মরিয়া হয়ে উঠেছিল গোটা নেটপাড়া। অবশেষে আন্তর্জাতিক নারী দিবসে দ্বিতীয় বার নিজের মাতৃত্বের স্বাদ পাওয়ার আনন্দ সকলের সঙ্গে ভাগ করে নিলেন অভিনেত্রী নিজেই।
সকলের কৌতুহল সাঙ্গ করে অবশেষে দ্বিতীয় সন্তানের ছবি প্রকাশ্যে আনলেন করিনা কাপুর খান (Kareena Kapoor Khan)। সন্তানকে বুকে আগলে আদরে মুড়ে ছবি শেয়ার করলেন মা। বার্তা দিলেন, ‘এই দুনিয়াতে এমন কিছুই নেই যা মেয়েরা পারেনা। হ্যাপি উইম্যান ডে মাই লাভ !’
ছোট্ট ভাইকে পেয়ে বেজায় খুশি তৈমুর। আর নবাবের ঘরে দ্বিতীয় সন্তান আসার পর থেকেই তাকে একঝলক দেখার জন্য অপেক্ষার প্রহর গুনতে শুরু করেছে নেটিজেন মহল। এখন তৈমুরের দিক থেকে সমস্ত লাইমলাইট কেড়ে নেওয়ার প্রতিযোগী এসে গেছে। বছর পাঁচেক আগে তৈমুরের নামকরণ নিয়ে বেজায় ট্রোলড হতে হয়েছিল সইফিনাকে৷ আর একরত্তি জন্মানোর পর থেকেই সকলের এখন একটাই প্রশ্ন তার নাম কী হবে?
তবে দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে একই ভুল করেননি সইফিনা। মা হওয়ার আগে পুরোদমে কাজ ও চালিয়ে গিয়েছেন অভিনেত্রী। একাধিক বিজ্ঞাপন, ছবির শ্যুটিং সেরেছেন বেবিবাম্প নিয়েই। অভিনেত্রীর দায়িত্ব পালন করার পর এখন তিনি সামলাচ্ছেন মায়ের দায়িত্ব। ছেলের ছবি প্রকাশ্যে আনলেও সেখানে মুখ দেখা যায়নি খুদের। একরত্তিকে সমস্ত ক্যামেরার ঝলকানি, শিরোনাম থেকে দূরেই রাখতে চান তিনি। তাই নিভৃতেই তিনি পালন করে যাচ্ছেন মায়ের কর্তব্য। তার এই ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে নেটপাড়ায়।