অবশেষে অবসান হতে চলেছে সকল জল্পনার। মহানায়ক উত্তম কুমারকে (Uttam Kumar) নিয়ে টলিপাড়ায় (Tollywood) তৈরি হচ্ছে বায়োপিক (Biopic)। সূত্রের খবর, মহানায়কের জীবনকে ঘিরে বায়োপিক তৈরির চিন্তায় মগ্ন পরিচালক অতনু বসু। যদিও উত্তম কুমারের ভূমিকায় কে অভিনয় করবেন সে বিষয়ে এখনও রয়েছে ধন্ধ। পাশাপাশি টলিমহলের খবর অনুসারে, মহানায়িকার ভূমিকায় দেখা যাবে ঋতুপর্ণা সেনগুপ্তকে (Rituparna Sengupta)। জানা যাচ্ছে, বহু আলোচনার পর নাকি এহেন চরিত্রে রাজি হয়েছেন ঋতুপর্ণা।
ইতিপূর্বে ‘ব্ল্যাক কফি’, ‘আত্মজা’, ‘বিপ্লব আজ ও কাল’-এর মতো ছবি পরিচালনা করেছেন অতনু বসু। ‘আত্মজা’ ছবিতে জয়া প্রদার মতো জাতীয় খ্যাতিসম্পন্ন অভিনেত্রীর সঙ্গে কাজ করলেও পরবর্তী প্রোজেক্ট হিসেবে মহানায়ককে নিয়ে ছবি করতে গেলে যে বহু বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে, সে বিষয়ে তাঁকে আগেই সাবধান করে দিচ্ছেন টলিউডের বোদ্ধারা। সূত্রের খবর, আগামী মাসেই উক্ত ছবি কেন্দ্রিক সকল বিষয় ঘোষণা হতে পারে।
ছবির কাস্টিং হোক বা গল্পক্রম, কোনো বিষয়েই বিস্তারিত বলতে চাননি অতনু বসু। সূত্রের খবর, বায়োপিক নির্মাণের দায়িত্বে রয়েছে মুম্বইয়ের এক প্রযোজনা সংস্থা। সংবাদমাধ্যমের শত আর্জি সত্ত্বেও এহেন প্রজেক্টকে ঘিরে একটি কথাও বলেননি পরিচালক। উল্টে দর্শক সহ সকলকেই আরো একটু ধৈর্য্য ধরতে বলেছেন অতনুবাবু।
রুপোলি পর্দার এভারগ্রিন জুটি হিসেবে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে উত্তম-সুচিত্রার নাম। বড়পর্দা থেকে হঠাৎই অবসর নিয়ে অন্তরালে চলে যান সুচিত্রা সেন (Suchitra Sen)। অন্যদিকে খুব অল্প বয়সেই ইন্ডাস্ট্রি ছেড়ে চলে যান উত্তমবাবু। তাঁর অকাল প্রয়াণে ভেঙে পড়ে তৎকালীন টলিপাড়া। সেই অমর জুটিকে ফিরিয়ে আনতেই অতনু বাবুর এই প্রয়াস। খবরটি পাওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় (Social Media) শুরু হয়েছে জোর জল্পনা।