• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

টলিতারকাদের চাইতে কিছু কম নয় প্রসেনজিৎ কন্যা প্রেরণা চ্যাটার্জী!

Updated on:

Prasenjit Chatterjee Daughter Prerona Chatterjee প্রেরণা চ্যাটার্জী

টলিউডের (Tollywood) সুপার ষ্টার প্রসেনজিৎ চ্যাটার্জীকে (Prasenjit Chatterjee) তো সকলেই চেনেন। বিগত কয়েক দশক ধরে বাঙালি দর্শকদের কয়েকশো হিট বাংলা ছবি উপহার দিয়েছেন অভিনেতা প্রসেনজিৎ। কিন্তু প্রেরণা চ্যাটার্জী (Prerona Chatterjee) নাম তা কি চেনেন? ঠিক মনে পড়ছে না তাই তো! আসলে চেনার কোথাও নয় সেভাবে। প্রেরণা চ্যাটার্জী হলেন প্রসেনজিৎ চ্যাটার্জীর কন্যা।

Prasenjit Chatterjee Daughter Prerona Chatterjee প্রেরণা চ্যাটার্জী

কি শুনে অবাক হলেন বুঝি! আসলে প্রসেনজিৎ কন্যা প্রেরণাকে সেভাবে লাইম লাইটে দেখা যায় না। তবে সম্প্রতি টলিউডের পরিচালক সুদেষ্ণা রায়ের (Sudeshna Ray) সাথে দেখা গিয়েছে প্রেরণাকে। আর এরপর থেকেই আলোচনা শুরু হয়েছে প্রেরণাকে নিয়ে।

Prasenjit Chatterjee Daughter Prerona Chatterjee প্রেরণা চ্যাটার্জী

অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জীর প্রাক্তন স্ত্রী অনন্যা গুহ ঠাকুরতার সন্তান প্রেরণা। তবে পরিচালক সুদেষ্ণা রায়ের সাথে এক ছবিতে দেখার পর থেকেই বেশি করে খোঁজখবর শুরু হয়েছে প্রেরণার।

Prasenjit Chatterjee Daughter Prerona Chatterjee প্রেরণা চ্যাটার্জী

তবে, আসল প্রশ্ন হল টলিউডের পরিচালকের সাথে দেখা যাওয়ার অর্থ কি টলিউডে প্রবেশ করতে চলেছে প্রেরণা? বাবা যেখানে একজন বিখ্যাত অভিনেতা সেখানে মেয়ের অভিনয় জগতে পা রাখাটা খুব একটা আশ্চর্য নয়।

Prasenjit Chatterjee Daughter Prerona Chatterjee প্রেরণা চ্যাটার্জী

সোশ্যাল মিডিয়াতে কমবেশ সক্রিয় প্রেরণা। মাঝে মধ্যেই নিজের ছবিও শেয়ার করে সে। আর সেই ছবি দেখলেই বোঝা যায়, টলি তারকাদের থেকে কোনো অংশে কম যায় না প্রেরণাও। প্রেরণার সোশ্যাল মিডিয়া থেকে যা বোঝা যাচ্ছে তাতে জাপানি খাবার বেশ পছন্দ তাঁর। এছাড়াও ছবিতে পোশাকের সেন্স থেকে স্টাইল কোনো কিছুরই অভাব চোখে পড়েনি।

Prasenjit Chatterjee Daughter Prerona Chatterjee প্রেরণা চ্যাটার্জী

হয়তো অদূর ভবিষ্যতে কোনো এক টলিউড ছবিতে দেখা যেতে পারে প্রেরণাকে। আবার হয়তো এমনিই সুদেষ্ণা রায়ের সাথে ছবিতে দেখা গিয়েছিলো তাঁকে। এখন এর উত্তর পাওয়া যাবে সঠিক সময় এলেই।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥