প্রত্যেকের মধ্যেই কিছু না কিছু প্রতিভা আছে। শুধু খুঁজে বার করতে হবে! কেউ খুব অল্প বয়সেই নিজের প্রতিভা খুঁজে পায় আবার কেউ অনেক বয়সে গিয়ে নিজের প্রতিভার প্রকাশ ঘটে। আমাদের চারিপাশে এমন অনেক মানুষ রয়েছেন যারা দুর্দান্ত সমস্ত প্রতিভার অধিকারী। আর আজকাল ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়াতে যুগে প্রতিনিয়ত কত শত ভাইরাল ভিডিও (Viral Video) চোখে পরে। অনেক সময় ভাইরাল এই ভিডিওগুলি সাধারণ মানুষের সাথে সাথে সেলেব্রিটিদের নজরে পড়ে। আর তাদের নজরে পড়লেই অনেকের ভাগ্য খুলে যায়।
ভাইরাল কখনো হাসি মজার ভিডিও তো কখনো প্রতিভাধারীদের ভিডিও ভাইরাল হয়। আর প্রতিভা দেখানোর দিক থেকে কিন্তু সকলেই বেশ এক্সপার্ট হয়ে পড়েছেন। কারণ কচি কাঁচারা তো বটেই আজকাল বুড়ো দাদু থেকে শুরু করে ঠাকুমা সকলেরই নানান প্রতিভার ঝলক দেখতে পাওয়া যায় সোশ্যাল মিডিয়াতে। এই যেমন কিছু দিন আগে ‘টুম্পা সোনা’ ভাইরাল গানে দুর্দান্ত নাচ দেখিয়েছিলেন এক দাদু। তাঁর নাচ দেখতে রীতিমত ভিড় জমে গিয়েছিলো রাস্তায়।
সম্প্রতি এক দম্পতির নাচের ভিডিও বেশ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। ভিডিওতে গ্রামের পরিবেশে মাঠের মাঝেই দুর্দান্ত নাচতে দেখা যাচ্ছে এক দম্পতিকে। প্যান্ট শার্ট পরে রয়েছেন এক ব্যক্তি আর তার সাথে শাড়ি পরে রয়েছে তাঁর স্ত্রী।
দুজনে মিলে ‘কাজরা মোহাব্বত ওয়ালা’ গানে দুর্দান্ত নাচ নেচেছেন। আর সেই ভিডিও শহরে হয়েছে সোশ্যাল মিডিয়াতে। স্বামী স্ত্রীর এই নাচের ভিডিও শেয়ার হবার পর বেশ পছন্দ হয়েছে নেটিজনদের। কারণ দেখে অতি সাধারণ মনে হলেও দুজনেই কিন্তু বেশ ভালোই নাচের অঙ্গিভঙ্গি রপ্ত করেছেন সেটা ভিডিও দেখেই বোঝা যাচ্ছে।
View this post on Instagram