অনেকেরই স্বপ্ন থাকে বড় হয়ে পুলিশে (Police) চাকরি করার। আর এর জন্য অনেকেই ছোট থেকেই পুলিশে বিভাগের বিভিন্ন চাকরির (Job) পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে থাকেন। এবার এই সমস্ত প্রার্থীদের জন্য রইল সুখবর, রাজ্য পুলিশের বেশ কিছু পদে শুরু হতে চলেছে নিয়োগ। এই মর্মে বিজ্ঞপ্তি জারি করল পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড (West Bengal Police Recruitment Board)।
যেমনটা জানা যাচ্ছে মোট ৭৪ টি পদের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে WBPRB। পশ্চিমবঙ্গ পুলিশের টেলিকমিউশনের অধীনে ওয়ারলেস সুপারভাইজারের পদে টেকনিক্যাল গ্রেড ২ এ হতে চলেছে এই নিয়োগ। আর এই পদের জন্য আগ্রহী প্রার্থীরা পশ্চিমবঙ্গ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট থেকেই অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ হল ২৩ শে মার্চ, ওই দিন বিকাল ৫টা পর্যন্ত আবেদন করা যাবে।
শূন্যপদের বিবরণঃ
পশ্চিমবঙ্গ পুলিশের টেলিকমিউশনের অধীনে ওয়ারলেস সুপারভাইজারের পদে (টেকনিক্যাল গ্রেড ২) মোট ৭৪টি পদ খালি রয়েছে যার বিন্যাস হল নিম্নরূপ।
- পুরুষ পদের সংখ্যাঃ ৬৭ টি
- মহিলা পদের সংখ্যাঃ ০৭ টি
বয়স ও যোগ্যতাঃ
- এই পদে আবেদনের জন্য প্রার্থীর বয়স হতে হবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে। তবে তফশিলী জাতি, উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে নিয়ামানুযায়ী ছাড় পাওয়া যাবে।
- এই পদে আবেদন করার জন্য স্বীকৃত বোর্ড থেকে ফিজিক্স, রেডিয়ো ফিজিক্স, ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশনস, ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি ইত্যাদির যেকোনো একটি বিষয়ে স্নাতক হতে হবে।
- বাংলা ভাষায় লিখতে ও পড়তে জানতে হবে। তবে, দার্জিলিং ও কালিম্পং জেলার প্রার্থীদের ক্ষেত্রে সেটা প্রযোজ্য নয়।
- শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি শারীরিক গঠনও থাকতে হবে নির্দিষ্ট যেটা ডিটেল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে। বিজ্ঞপ্তি দেখতে লিংক এ ক্লিক করুন (http://wbprb.applythrunet.co.in/ApplicationDoc/Online_WS21.pdf)
আবেদনের পদ্ধতি ও আবেদন মূল্যঃ
- পশ্চিমবঙ্গ পুলিশের এই নিয়োগের ক্ষেত্রে আবেদনের জন্য অফিসিয়াল ওয়েবসাইট http://wbpolice.gov.in/ তে যেতে হবে। সেখানেই অনলাইনে আবেদন করতে পারবেন। .
- জেনারেল আবেদনকারীদের ক্ষেত্রে ৩২৫ টাকা ফিস দিতে হবে।
- তফসিলি জাতি এবং উপজাতির প্রার্থীদের দিতে হবে ২৫ টাকা।
** তবে মনে রাখবেন এই পদে আবেদনের সময়সীমা হল ২৩ শে মার্চ বিকাল ৫টা পর্যন্ত।