করোনা প্রকোপের জেরে কার্যত বেহাল দেশীয় অর্থনীতি। মানুষের হাতে অর্থ ক্রমেই কমছে, গিয়েছে চাকরি, এদিকে রোজ বাড়ছে জিনিসের দাম। এমতাবস্থায় ক্রমেই বাড়ছে স্বাস্থ্যবিমা এবং জীবনবিমার গুরুত্ব। আর এই বিপর্যয় মোকাবিলায় দেশের সরকারও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা শুরু করেছে।
এমতাবস্থায় দেশের অন্যতম বিশ্বাসযোগ্য সংস্থা ভারতীয় জীবন বিমা নিগম (LIC) একটি দুর্দান্ত পলিসি নিয়ে এসেছে, যার নাম আম আদমি বিমা যোজনা (Aam Aadmi Bima Yojana)। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই পলিসি সম্পর্কে।
আম আদমি বিমা যোজনার আওতায় বিমাকারী ব্যক্তির স্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে ৩০ হাজার টাকার জীবন বিমার কভার থাকে। অর্থাৎ পলিসি চলাকালীন ব্যক্তিটি মারা গেলে নমিনিকে ৩০ হাজার টাকা তুলে দেওয়া হবে, এবং কোনোও দুর্ঘটনায় বিমাকারী ব্যক্তির মৃত্যু হলে ৩৭ হাজার ৫০০ টাকা দেবে LIC । আর দুর্ঘটনায় পলিসি গ্রাহকের মৃত্যু হলে নমিনী পাবেন বিমার ৭৫ হাজার টাকা।
LIC Aam Aadmi Bima Yojana কিনতে পারেন ১৮-৫৯ বছরের মধ্যে বয়সী ব্যক্তি৷ বছরে প্রিমিয়াম দিতে হয় ২০০ টাকা। এর ৫০ শতাংশ অর্থাৎ ১০০ টাকা রাজ্য বা কেন্দ্রীয় শাসিত অঞ্চলের ক্ষেত্রে স্থানীয় সরকার দেবে। ফলে বিমাগ্রহীতাকে প্রিমিয়াম বাবদ মাত্র ১০০ টাকা দিতে হবে বছরে৷