সোশ্যাল মিডিয়ার দৌলতে রোজই কত ভিডিও ভাইরাল হয় নেট মহলে। একেকটা কান্ড দেখে যেমন হাসতে হাসতে পেটে খিল ধরে যায়, তেমনই একেক জনের প্রতিভা দেখে আবার তাজ্জব বনে যেতে হয়। সম্প্রতি এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে নেট পাড়ায়।
ইন্টারনেটের সুবিধা এই যে কত অজানা ঘটনা নিমেষে চোখে পড়ে আমাদের। নইলে কত প্রতিভাই হয়ত চোখ এড়িয়ে যেত আমাদের। রোজই চলার পথে ট্রেনে বাসে রাস্তায় আমাদের চোখে পড়ে এমন কিছু প্রতিভা যারা হয়ত পয়সার অভাবে নিজেদের সমস্ত শখ বিসর্জন দিয়েই ছুটে চলেছেন পয়সার পেছনে৷ চিরকালই অবহেলা জুটেছে তাদের কপালে।
বয়স যে কেবলমাত্রই একটা সংখ্যা সেটা এবার প্রমাণ করে দিলেন ৮০ বছরের এই বৃদ্ধা। ইচ্ছাটাই সব। নাচের কোনোও বয়স হয়না, শেখারও কোনো বয়স হয়না। ‘মাস্ত জাওয়ানি তেরি মুজকো’ গানের তালে তালে অতি সাধারণ পোশাকে তুমুল নাচলেন বৃদ্ধা।
দুবছর আগের এই ভিডিও আজও একই ভাবে দাপিয়ে বেড়াচ্ছে নেটপাড়ায়। ভিডিওটির ভিউ ইতিমধ্যেই ছাড়িয়েছে ৩ মিলিয়ন, লাইক সংখ্যা প্রায় ৪৬ হাজার। পাশাপাশি কমেন্ট বক্সে ঠাকুমার এনার্জির প্রশংসা করেছেন অনেকেই।