• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

নিষ্ঠুরতার চরমসীমা! জিরাফ মেরে তার হৃদপিন্ড প্রেমিককে উপহার দিলেন মহিলা

মানুষের থেকে বেশি নিষ্ঠুর প্রাণী বোধহয় আর কেউই হতে পারেনা, তার প্রমাণ মানুষ নিজেই। সোশ্যাল মিডিয়ার দৌলতে রোজই চোখে পড়ে নানান ঘটনা। কখনও কখনও একেকটা ঘটনা যেমন আনন্দে আত্মহারা করে তোলে, তেমনই একেকটা নৃশংসতার ঘটনায় নিমেষে গা গুলিয়ে ওঠে আমাদের।

   

সম্প্রতি সোশ্যাল মিডিয়ার দৌলতে সামনে এলো এমনই এক নিষ্ঠুরতম ঘটনা, যা দেখে ক্ষোভে ফেটে পড়ছেন নেটিজেনমহল। এক মহিলা তার স্বামীকে ভ্যালেন্টাইন্স ডে’র উপহার দিলেন জিরাফের হৃদপিণ্ড। না কোনোও নকল হৃদপিণ্ড নয়। মহিলা আস্ত একটি জিরাফ কেটে তার শরীর থেকে খুবলে বের করে আনলেন তার হৃদপিন্ড, এবং ভালোবাসার নজির হিসেবে তা তুলে দিলেন স্বামীর হাতে। শুধু তাই নয় এই নৃশংস ছবি নিজেই সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করেছেন বছর ৩২ এর Merelize Van Der Merwe।

সূত্রের খবর, এই প্রথমবার নয় এর আগেও সিংহ, বাঘ, চিতাবাঘ, হাতি সহ প্রায় ৫০০ পশু শিকার করেছেন মহিলা, এবং তিনি সাফ জানান পরবর্তীতে এই কাজ আরও করবেন তিনি, তাকে আটকানোর ক্ষমতা কারোর নেই। এদিন ১৭ বছরের জিরাফকে হত্যা করার ঘটনা ফেসবুকে শেয়ার করতেই ক্ষোভে ফেটে পড়ছেন পশুপ্রেমীরা। ইতিমধ্যেই উঠেছে তার শাস্তির দাবিও। কিন্তু আদৌও মহিলা তার কৃতকর্মের শাস্তি পেলেন কিনা সেই বিষয়ে এখনও পর্যন্ত কিছুই জানা যায়নি।

site