আশা করি ছবি দেখে আর চিনতে বাকি নেই এই ছোট্ট মেয়েটি হল ভুতু। ভুতুর আসল নাম আর্শিয়া মুখার্জী তবে তাকে ভুতু নামের মানুষ চেনে। জনপ্রিয় বাংলা সিরিয়াল ‘ভুতু’-তে অভিনয় করেছিল আর্শিয়া। সেই থেকেই বাঙালি দর্শকদের মন জিতে নিয়েছে ছোট্ট আর্শিয়া থুড়ি ভুতু। এমনিতেই বাঙালিরা সিরিয়াল দেখতে অভ্যস্ত, গতানুগতিক সিরিয়ালের চলতে চলতে মাঝে মধ্যেই এমন কিছু সিরিয়াল আসে যা মুগ্ধের মত দেখতে হয়। আর ভুতু সিরিয়ালটি ছিল এই রকমই একটি সিরিয়াল।
ভুতু সিরিয়ালের মূল গল্প ছিল ভুতুকে ঘিরেই। ছোট্ট মা মরা একটা মেয়ে ভূত হয়ে তার বাড়ি আগলে পরে আছে। মাঝে মধ্যে দুস্টুমি করে বসে ঠিকই তবে ভালোবাসার কাঙাল ছিল ছোট্ট ভুতু। আর গল্পের শুরুতেই এমন একটা পরিবার সেই বাড়ি কিনে নেই যাদের থেকে মা বাবা, দাদা, জেঠু জেঠিমার মত আদর পায় ছোট্ট ভুতু। তাই তাদের সাথে দিব্যি নিজেকে মিশিয়ে নেই ভুতু। এই ছিল সিরিয়ালের গল্প, মিষ্টি মনের ভুতুর জনপ্রিয়তা ছিল সেই সময় তুঙ্গে।
সিরিয়ালে ভুতু যেমন মিষ্টি ছিল তেমনি মিষ্টি ছিল তার দুস্টুমি। মাঝে মধ্যেই ভুতু আবার গান ধরতো, আর নিজের গানে মাতিয়ে তুলতো সকলকে। ভুতুর গানের একটা লাইন হয়তো এখনো সকলের মনে আছে,’নাম আমার ভুতু!’ কি তাই তো? আসলে ভুতু চরিত্রটাই ভোলার মত নয়! সিরিয়ালের এই ভুতু সিরিয়েল শেষ হবার পর খুব একটা অভিনয়ে মননিবেশ করেনি। নিজের বাড়ি মুম্বাইয়ে ফিরে গেছে সে। অবশ্য মাঝে কিছু বাংলা ছবিতে ও সিরিয়ালে দেখা গিয়েছে ছোট্ট ভুতুকে, যেমন – ‘ককপিট’, ‘রানু পেল লটারি’ ইত্যাদি।
তবে, অভিনয়ের থেকে কিছুটা দূরত্ব রেখে নিজের পড়াশোনায় মন দিয়েছে ভুতু তথা আর্শিয়া। দেখতে দেখতে বড় হয়ে গেছে আর্শিয়া, এবছর ১১তে পা দিল সে। আর সম্প্রতি হয়ে গেল বিদ্যার দেবী স্বরস্বতীর পূজা। এদিন হলুদ রঙের ডিজাইনার শাড়ি পরে ছিল আর্শিয়া।
সাথে এক হাতে পুজোর জন্য থাকায় সাজানো ফুল আর অন্য হাতে ছিল বই। অর্থাৎ স্বরস্বতী পুজোর দিনে একেবারে পুজোর সাজে সেজেছিল আর্শিয়া। নিজের স্বরস্বতী পুজোর সাজের ছবি আর্শিয়া শেয়ার করেছে তার সোশ্যাল মিডিয়াতে।
ছোট্ট ভুতুর ছবি শেয়ার করা মাত্রই মন কেড়েছে দর্শকবৃন্দের। ছোট্ট মিষ্টি আর্শিয়াকে দেখে সকলেই ভালোবাসায় আর প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। এক নেতিজনের মতে ছবিতে শুধু একটা রাজহাঁসের অভাব রয়েছে। ছোট্ট আর্শিয়াকে শাড়ি পরে সেজেগুজে এক্কেবারে মা স্বরস্বতীর মতোই লাগছে।