টলিপাড়ায় তথা সিরিয়ালের জগতে বেশ পরিচিত অভিনেত্রী জুন আন্টি (June Aunty)। যদিও জুন আন্টি কিন্তুই তার অভিনয় কেরিয়ার প্রদত্ত নাম। অভিনেত্রীর আসল নাম ঊষসী চক্রবর্তী (Ushasie Chakraborty)। বিগত ১৭ই ফেব্রুয়ারি ছিল জুন আন্টির জন্মদিন। আর জন্মদিনের পার্টি মানেই অতিথিদের সমাগম এক্ষেত্রেও তার অন্যথা হয়নি। এদিনে জন্মদিনের পার্টিতে হাজির হয়েছিলেন ইন্ডাস্ট্রির এক ঝাঁক তারকারা।
জুন আন্টি তথা অভিনেত্রী ঊষসীর জন্মদিনের পার্টি আয়োজিত হয়েছিল কলকাতা মেট্রোপলিটন ক্লাবে। আর এদিন জন্মদিন উপলক্ষে ক্লাবের অন্দরমহলকে সহজ হয়েছিল এলাহীভাবে। পার্টির মূল আকর্ষণের জায়গা ছিল কেক কাটার স্থান।
সেখানে একটি স্ক্রিনের মত পর্দায় অভিনেত্রীর নানান সিনেমা তথা সিরিয়ালের কাজের থেকে নেওয়া কিছু ছবি দিয়ে বানানো হয়েছিল একটি দারুন কোলাজ। যাতে হাসি মুখে বিভিন্ন চরিত্রে দেখা যাচ্ছিলো উষষীকে।
জন্মদিনে একটি গাঢ় লাল রঙের শাড়িতে দারুন সুন্দর দেখাচ্ছিল অভিনেত্রীকে। এছাড়াও আগেই বলেছি জন্মদিনের পার্টিতে হাজির ছিলেন ইন্ডাস্ট্রির একঝাঁক তারকারা।
এদিন পার্টিতে হাজির হয়েছিলেন অনিন্দ্য চট্টোপাধ্যায় ও চন্দ্রিল ভট্টাচার্য।
সাথে টলিউডের জনপ্রিয় অভিনেতা রজতাভ দত্ত উপস্থিত হয়েছিলেন পার্টিতে। নিজে হাতে বার্থ ডে গার্ল ঊষসীকে কেক পর্যন্ত খাইয়েছেন তিনি।
এছাড়াও পার্টিতে হাজির ছিলেন ঊষসীর এক বান্ধবী তথা আরেক অভিনেত্রী সোনালী।
অভিনেত্রী মনামি ঘোষকেও দেখা গিয়েছিলো এদিনের পার্টিতে।
পার্টিতে হৈ হুল্লোড়ের মধ্যে দিয়ে দারুন মজা করেছেন সকলেই। আর সেই সমস্ত ছবি অভিনেত্রী নিজেই শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়াতে।
শেয়ার হবার পর থেকেই ছবিগুলি বেশ ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে।