বলিউড ভাইজান সালমান খান (Salman Khan) সবার হৃদয়ে রাজত্ব করেন। সিনেমার পর্দায় রাফ অ্যান্ড টাফ হলেও ভাইজানকে বেশ নরম মনের মানুষ বলেই জানেন সকলে। অভিনয়ের জেরে অগণিত ফ্যান রয়েছে সালমান খানের। যার জেরে তাঁর যে কোনো ছবিই রিলিজ হওয়া মাত্রই ভাইরাল হয়ে পরে। মাঝে মধ্যেই ছবি হোক বা তার কোনো কাজের কারণে সংবাদ মাধ্যমের শিরোনামে দেখা যায় সালমান খানকে।
বলিউডের সেলেব্রিটি মানেই বিশাল ব্যাপার, তাদের শখ নিতান্ত সাধারণ হলেও তা যেন রাজকীয় ভাবে পূরণ হয়। যার মূল্য হয় কোটি কোটি টাকা। সালমান খান ঘোড়াপ্রেমী (Horse Lover) সে ব্যাপারে সন্দেহ নেই, তাঁর পানভেলের ফার্ম হাউসে বেশ কিছু ঘোড়া রয়েছে। তবে, সম্প্রতি বলিউডের সালমান খানকে আবার খবরে দেখা যাচ্ছে তার এক শখের কারণে। বর্তমানে সালমান খানের মন কেড়ে নিয়েছে একটি ঘোড়া।
পাঞ্জাবের ফরিদকোটে অনুষ্ঠিত ঘোড়ার মেলায় ‘দেবরাজ (Debraj)’ নামের এক কালো ঘোড়ার প্রেমে পরে গিয়েছেন বলিউডের ভাইজান। আর পছন্দের সেই ঘোড়া কিনতে ঘোড়ার মালিককে ৫ কোটি টাকা পর্যন্ত দিতে চেয়েছিলেন সালমান খান। দেবরাজেরমালিক হলেন অমনদীপ সানি গিল নামের এক ব্যক্তি। সালমান খান ৫ কোটি দিতে চাইলেও অমনদীপ সেই প্রস্তাবে না জানিয়ে দিয়েছেন।
তার মতে দেবরাজ ঘোড়াটিকে দেখে সালমান খান নন এর আগে অনেকেই প্রেমে পড়েছিলেন এই ঘোড়ার। কিনতেও চেয়েছিলেন অনেক লোকেই, এক ব্যক্তি ঘোড়াটি কিনতে ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিয়েছিলেন। কিন্তু অমনদীপ তা নিতে অস্বীকার করেন। দেবরাজ নামের এই ঘোড়া অমনদীপের খুবই প্রিয়, তাই তাকে লালন পালন করছেন তিনি। তাঁকে বিক্রি করার কোনো মানসিকতাই অমনদীপের নেই।
পাঞ্জাবের ফরিদকোটের এই মেলায় দেবরাজ সেরা ঘোষিত হয়েছে। ওই অঞ্চলের বিধায়ক কুশলদীপ সিং ঢিললো এই মেলার আয়োজন করেছিলেন। মেলায় রাজস্থানের জয়পুর, আজম থেকে শুরু করে বহু দূর দূরান্ত থেকে মোট ৩০০ টি ঘোড়া এসেছিলো। তার মধ্যে সেরা হয়েছে এই দেবরাজ।