Viral Video: সোশ্যাল মিডিয়ার দৌলতে আমাদের দুটো চোখ নিমেষে ঘুরে নিতে পারে গোটা পৃথিবী। আর এর দৌলতেই আমাদের চোখের সামনে উঠে আসে এমন কিছু ঘটনা যার জেরে মাঝে মাঝে তাজ্জব বনে যাই আমরা। আবার একেকটা ঘটনা দেখলে গায়ে রীতিমতো কাঁটা দেয়। তবে সোশ্যাল মিডিয়ার আরেকটি ভালো দিক হল অনেক অজানা প্রতিভা এর দৌলতে সকলের সামনে উঠে আসার সুযোগ পায়। আবার একেকটা কান্ড দেখলে হাসতে হাসতে পেটে খিল ধরে যাওয়ার জোগাড় হয়।
প্রসঙ্গত, করোনার (Corona Virus) দাপটের জেরে মানুষ আগের থেকে অনেকটাই বেশি ঘরমুখী হয়ে গিয়েছে। সামাজিক দূরত্ব বজায় রাখতে গিয়ে, এখন মানুষ যোগাযোগ রক্ষার মাধ্যম হিসেবে বেছে নিয়েছে সোশ্যাল মিডিয়াকেই। ভার্চুয়াল জগতেই এখন সবচেয়ে বেশি ভীড় জমান তারা।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে জঙ্গলের একটি ভিডিও। যেখানে দেখা যাচ্ছে দুটি হনুমান (Monkey)-কে। কোনোও এক ব্যক্তি মদের বোতল রেখে দিয়েছিল, আর সেই মদের বোতল চোখে পড়ে হনুমান বাবাজীর। আর মদের বোতল দেখেই সেটা চুরি করে সেখান থেকে গাছে বসে মনের সুখে পান করতে দেখা গেল দুই হনুমানকে।
এই ভিডিও প্রকাশ্যে আসা মাত্রই হেসে লুটোপুটি খাচ্ছেন নেটবাসী। হনুমানের এই কান্ড দেখে হাসি পেলেও তাদের মদ খাওয়ার ধরণ দেখে অবাক হতে হবেই। তবে আমাদের শহরের ব্যস্ত কোলাহলে এই সমস্ত ঘটনা দেখার সৌভাগ্য আমাদের হয়না, তাই সোশ্যাল মিডিয়ার উপরেই ভরসা করতে হয় আমাদের।
https://youtu.be/fjN7MtINrNo