বাবার নাম রাখতে পারল না সচিন পুত্র অর্জুন তেন্ডুলকর। ভারতের ঘরোয়া সৈয়দ মুস্তক আলি ট্রফিতে খেলার সুযোগ পেলেও, বিজয় হাজারে ট্রফিতে মুম্বই টিম থেকে বাদ পড়লেন অর্জুন।
আগের মুস্তক আলি ট্রফিতে দুইটি ম্যাচে দুটি উইকেট নিয়েছিলেন সচিন পুত্র। কিন্তু পাঁচবারের আইপিএল জয়ী মুম্বই ইন্ডিয়ান্সে অর্জুন সুযোগ পাবেন কিনা এই জল্পনার মাঝেই মুম্বাই দল থেকেই বাদ পড়লেন অর্জুন তেন্ডুলকর।
এদিকে কাঁধের চোটের কারণে খেলতে না পারলেও এই টুর্নামেন্টে দলকে নেতৃত্ব দেবেন শ্রেয়স আইয়ার। বুধবারেই এই ঘোষণা করে মুম্বই দল। ২০ ফেব্রুয়ারি থেকে শুরু হবে ৫০ ওভারের ঘরোয়া এই ক্রিকেট টুর্নামেন্ট। ২২ জনের এই দলে সহ-অধিনায়ক নির্বাচিত হয়েছেন পৃথ্বী শ।
কিন্তু মুম্বই দল থেকে বাদ পড়লেও ইতিমধ্যেই আইপিলে মুম্বই ইন্ডিয়ান্স টিমে অর্জুনকে নেওয়ার দাবি উঠেছে নেটপাড়ায়। মুম্বইয়ের হয়ে ভাল খেলতে না পারলেও প্রথমবার ক্রোড়পতি লিগে নাম লিখিয়েছেন ২১ বছরের এই তরুণ। তাঁর বেস প্রাইস ২০ লাখ টাকা। ‘আসন্ন আইপিএলে আপনারা কোন নতুন প্রতিভা দেখতে চান?’ রোহিত শর্মার দলের তরফ থেকে এমনই টুইট করা হয়েছিল। সেখানে অর্জুনের হয়েই সবাই সওয়াল করেছেন।