বাংলা সিরিয়ালের বহু চর্চিত ও অন্যতম জনপ্রিয় জুটি নীল ভট্টাচার্য (Neel Bhattacharya) তৃণা সাহা (Trina Saha)। দীর্ঘ দিন প্রেমের পর্ব শেষে রাজকীয় ভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন দুজনে। ফেব্রুয়ারি মাসের ৪ তারিখ বেশ ধুমধাম করেই মিটেছে বিয়ের পর্ব। বিয়ের দিনে একাধিক ছবি ও ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়াতে।
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (Mamata Banerjee) ও উপস্থিত হয়েছিলেন বিয়েতে নবদম্পতিকে আশীর্বাদ করার উদ্দেশ্যে। আর সাথে তারকাদের মেলা তো ছিলই টেলি জগতের একাধিক তারকা হাজির ছিল নীল তৃণার বিয়েতে। যাকে বলে নীল তৃণার বিয়ে যেন চাঁদের হাট হয়েগিয়েছিলো।
কিন্তু, একি অবস্থা! বিয়ের দু সপ্তাহের মধ্যেই একই করছেন নীল। ১০ বছরের প্রেমের হাত ছেড়ে অন্য মেয়ের প্রেমে পড়লেন নাকি নীল ভট্টাচার্য! সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিও দেখে সেই সন্দেহই দানা বাঁধছে দর্শকদের মনে।
ভিডিওতে দেখা যাচ্ছে ফের বিয়ের পোশাকে গায়ে হলুদে বসেছেন নীল ভট্টাচার্য। তবে, এটা নীল তৃণার বিয়ের কোনো দৃশ্য নয়। এক গ্রামের বাড়িতে খুবই সাদামাটা ভাবে আয়োজিত হয়েছে বিয়ের।সেখানেই গুটিকয়েক পরিবারের লোকের সাথে বিয়ের জন্য গায়ে হলুদ অনুষ্ঠান হচ্ছে নীলের।
আসলে ব্যাপারটা গুরুতর কিছুই না। জি বাংলার জনপ্রিয় সিরিয়াল ‘কৃষ্ণকলি’ তে মূল চরিত্র শ্যামার বর নিখিলের ভূমিকায় অভিনয় করেন নীল ভট্টাচার্য। সিরিয়ালে শ্যামা তার স্মৃতিশক্তি হারিয়ে দীর্ঘদিন পরিবারের থেকে আলাদা হয়ে গিয়েছিল। দীর্ঘদিন বাদে শ্যামাকে ফিরে পেয়েছে নীল থুড়ি নিখিলের পরিবার। তাই শ্যামা ও নিখিলের পুনরায় বিয়ের আয়োজন করেছেন তাঁরা।
আর সেই বিয়ের পর্বেরই কিছু দৃশ্য শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়াতে। আর সেই ভিডিও শেয়ার হতেই তা তুমুল ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে।
View this post on Instagram