• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিয়ের পর সংসারের কাজের ফাঁকেই তুমুল নাচে ব্যস্ত কক্কর, ঝড়ের বেগে ভাইরাল ভিডিও

Published on:

Neha Kakkar Rohanpreet Singh নেহা কক্কর রোহানপ্রীত সিং ভাইরাল ভিডিও Viral Video dancing

বিখ্যাত বলিউড (Bollywood) গায়িকা নেহা কক্কর (Neha Kakkar) কে অলরাউন্ডার বললেও ভুল হয়না। নেহার যেমন গানের গলা নাচেও ঠিক ততটাই তুখোড় তিনি। একই সাথে নাচ এবং গানের ধামাকাদার কম্বো নেহা। নেহার গানের থেকেও তার নাচের ভিডিও বেশি ভাইরাল হয় নেটপাড়ায় নেটপাড়ায়।

Neha Kakkar

নেহা কক্কর বর্তমানে বিবাহিত। গত বছর পাঞ্জাবী গায়ক রোহানপ্রীত সিংকে বিয়ে করেন নেহা কক্কর। নিজের বিয়ে নিয়েও একটি গানের অ্যালবাম লঞ্চ করেন নেহা। তার বিয়ের একাধিক মুহূর্তে বেশ ভাইরাল হয়ে পড়েছিল নেটপাড়ায়। আর ভাইরাল ছবি দেখে অনেকেই বলিউডের অভিনেত্রীদের মত বিয়ের পোশাক পড়ায় নেহাকে কপি ক্যাট বলে কটাক্ষ করেছিল। তবে নেহা সে সবে কান দেননি।

বিয়ের পর নেহা হানিমুন থেকে শুরু করে সংসার জীবনে থাকাকালীন একাধিক ছবি ও ভিডিও শহরে করেছেন। যা একেরপর এক ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। কিছুদিন আগে ইন্ডিয়ান আইডলের মঞ্চে রোহানপ্রীত ও নেহাকে দেখা গিয়েছিল।

Neha Kakkar Rohanpreet Singh নেহা কক্কর রোহানপ্রীত সিং ইন্ডিয়ান আইডল Indian Idol

সম্প্রতি নেহা কক্কর তাঁর সোশ্যাল মিডিয়াতে একটি  ভিডিও শেয়ার করেছেন। ভিডিওতে দেখা যাচ্ছে বাড়ির কাজে খানিক মন দিয়েছিলেন নেহা। হাতে একটুকরো কাপড় নিয়ে ঘরের ঝাড়পোছ করছিলেন। কিন্তু হটাৎই ঘরের কাজ করতে করতে নাচতে শুরু করেন নেহা কাক্কর। শুধু তাই নয় সেখানেই উপস্থিত ছিল স্বামী রোহানপ্রীত। সেও নেহার সাথে নাচতে শুরু করে।

Neha Kakkar Rohanpreet Singh নেহা কক্কর রোহানপ্রীত সিং ভাইরাল ভিডিও Viral Video dancing

ভিডিওতে দেখা যাচ্ছে নেহা রোহানপ্রীত দুজনেই ম্যাচিং জামা প্যান্ট পড়ে আছেন। আর স্বামী আর স্ত্রী দুজনেই ‘হায়রে মোর সাইয়া’ গানে নাচতে শুরু করেন। আর এই তুমুল নাচের ভিডিও সোশ্যাল মিডিয়াতে শেয়ার হবার পর থেকেই তা ভাইরাল হয়ে পড়েছে নেটপাড়ায়।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥