• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিয়ে করল মা সিরিয়ালের ঝিলিক! সিঁথিতে সিঁদুর নিয়ে বধূর বেশে তিথি বসুর ছবিতে তোলপাড় নেটপাড়ায়

বাংলা সিরিয়াল (Serial) ‘মা’ এর ছোট্ট মেয়ে ঝিলিককে মনে আছে নিশ্চই। এই ‘মা’ সিরিয়ালের হাত ধরে ব্যাপক জনপ্রিয় হয়েছিল ছোট্ট ঝিলিক।ফুট ফুটে ছোট্ট একটা মেয়েকে মায়ের জন্য কতই না কষ্ট করতে হচ্ছিল। সিরিয়ালের জনপ্রিয়তা এতটাই ছিল যে সন্ধ্যে নামলে শঙ্খ ধ্বনির সাথে বাঙালির প্রতিটি ঘরেই একসাথেই বেজে উঠত ‘তোমার ছাড়া ঘুম আসে না মা ‘ গানটি। ছোট্ট ঝিলিকের আসল নাম তিথি বসু (Tithi Basu), যদিও এই নামে তাকে এখনও অনেকেই চেনেন না। ছোট্ট বেলার আইকনিক অভিনয়ের নাম ঝিলিক নামেই বেশি পরিচিত তিথি।

তিথি বসু Tithi Basu

   

সিরিয়ালের ঝিলি আজ অনেক বড় হয়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়াতে বেশ সক্রিয় ঝিলিক তথা তিথি বসু। মাঝে মধ্যেই নিজের ছবি শেয়ার করে সোশ্যাল মিডিয়াতে। ছোট থেকেই মডেল হবার ইচ্ছা আছে ঝিলিকের। যার জেরে মাঝে মধ্যেই বোল্ড অবতারে ফটোশুট করতে দেখা যায় তিথিকে। কখনো শুধুই শাড়ি পরে তো কখনো স্বল্প ওয়েস্টার্ন পোশাকে দেখতে পাওয়া যায় তিথিকে।

তিথি বসু Tithi Basu Jhilik ঝিলিক

সোশ্যাল মিডিয়া আর গ্ল্যামারের দুনিয়াতে নিজের ছবি দিয়ে বেশ দখল করে রেখেছে তিথি। তবে তার এই সাজ ভালো চোখে দেখেননি নেটপাড়ার অনেকেই। শর্ট স্কার্ট, স্লিভলেস টপ থেকে শুরু করে বোল্ড ছবি শেয়ার করার পরেই সোশ্যাল মিডিয়াতে ট্রোল হতে হয় তিথিকে। অনেকেই ছোট্ট ঝিলিক এখন বড় হয়ে গেছে, তার এখন আর মা কে মনে পড়ে না এই ধরণের মন্তব্য করেছেন। তবে, সেসব সমালোচনায় কোনো কান দেয়নি তিথি।

তিথি বসু Tithi Basu Jhilik ঝিলিক

সম্প্রতি তিথি বসু তার সোশ্যাল মিডিয়াতে একটি ছবি শেয়ার করেছে। তবে এবার কোনো বোল্ড লুক নয়, একেবারে অন্য রূপে হাজির হয়েছে তিথি। ছবিতে বিয়ের কণের বেশে দেখা যাচ্ছে ঝিলিক ওরফে তিথিকে। সিঁথিতে সিঁদুর নিয়ে ডিজাইনার হাত কাটা নীল ব্লাউজ আর লাল শাড়ি পরে হাজির হয়েছে তিথি। কপালে রয়েছে চন্দনের সাজ আরসাথে রয়েছে কান থেকে গলা ভর্তি সোনার গয়না। নাকে রয়েছে লম্বা নথ যা কানে গিয়ে মিশেছে।

তিথি বসু Tithi Basu Jhilik ঝিলিক

বিয়ের পোশাকে এই ছবি শেয়ার করে তিথি ক্যাপশনে লিখেছেন, ‘আমার একলা আকাশ থমকে গেছে, রাতের স্রোতে ভেসে। শুধু তোমায় ভালবেসে’! তবে কি বিয়ে করলেন নাকি তিথি? কতই বা বয়স হয়েছে তিথির! আসলে তেমন কিছুই না ব্রাইডাল পোশাকে ফটোশুট করেছেন তিথি। আর সেই ছবিই শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়াতে। যা শেয়ার করার পরই ভাইরাল হয়ে পড়েছে নেটপাড়ায়। অনেকেই ছবি দেখে তিথির প্রশংসা করেছেন।

site