• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

২১ এর ভোটের আগেই রাজনীতির ময়দানে টলি তারকারা! দেখে নিন কোন দলে কে

দরজায় কড়া নাড়ছে ২০২১ এর বিধানসভা নির্বাচন (Assembly Election 2021) । শেষ সময়ে শাসক ও বিরোধী দল গুলি গুছিয়ে নিচ্ছে নিজেদের সংগঠন। এই পরিস্থিতিতে কার্যতই উত্তাল রাজ্য রাজনীতি। রাজনীতির (Politics) সঙ্গে বিনোদন (Entertainment) জগতের মেলামেশা আজকের নয়। এমতাবস্থায় ভোটের আগে আগেই একঝাঁক টলি (Tollywood) তারকা পা রাখলেন রাজনীতিতে। জেনে নিন কোন দলে কে?

দীপঙ্কর দে (Dipankar De) :

   

Dipankar Dey দীপঙ্কর দে TMC তৃণমূল

টলিউডের বিশিষ্ট অভিনেতা দীপঙ্কর দে। ৫ই ফেব্রুয়ারি তৃণমূলে যোগদান করেন এই বিশিষ্ট অভিনেতা। এদিন মঞ্চে রাজসরকারের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের হাত থেকে দলীয় পতাকা হাতে তুলে নেন দীপঙ্কর। দলবদলের রাজনীতিতে যখন তৃণমূল থেকে জোয়ার বিজেপির দিকে এগোচ্ছে, তারই মাঝে নতুন করে তৃণমূলে যোগ দিয়ে খবরের শিরোনামে উঠে এলেন দীপঙ্কর দে।

রণিতা দাস (Ronita Das) :

বাহা ঝিলিক রনিতা দাস শ্রীতমা ভট্টচার্য

গত ৬ই ফেব্রুয়ারি তৃণমূলে যোগ দিয়েছেন জনপ্রিয় বাংলা সিরিয়ালের নায়িকা ‘বাহামণি’। যদিও অভিনেত্রীর আসল নাম রণিতা দাস, তবে বাহা নামেই লোকে বেশি চেনে তাকে। এদিন তৃণমূলের পতাকা নিজের হাতে তুলে নেন রণিতা।

শ্রীতমা ভট্টাচার্য (Sreetama Bhattacharjee) :

এককালের জনপ্রিয় বাংলা সিরিয়াল ‘মা’। সেই সিরিয়ালে ছোট্ট ঝিলিক বড় হবার পর ঝিলিকের চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী শ্রীতমা ভট্টাচার্য। গত ৬ই ফেব্রুয়ারি রণিতার সাথে একই মঞ্চে তৃণমূলের পতাকা নিজের হাতে তুলে নেন শ্রীতমা।

সৌরভ দাস (Sourav Das) :

গত ২২ শে জানুয়ারি পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূলে (Trinomool) যোগ দেন অভিনেতা সৌরভ দাস (Sourav Das), ওরফে মন্টু পাইলট (Montu Pilot)। তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের হাত থেকে জোড়াফুলের পতাকা হাতে তুলে নিয়ে অভিনেতা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে যে আগুন রয়েছে, তা অনুপ্রাণিত করেছে’, সে কারণেই তৃণমূল কংগ্রেসে তাঁর যোগাদান।’ সবাই যখন দলবদলে বিজেপিতে যোগ দিচ্ছে তখনই তৃণমূল কংগ্রেসের খাতায় নাম লেখালেন সৌরভ।

Sourav Das Trinomool Montu pilot

কৌশানি মুখোপাধ্যায় (Kaushani Mukherjee) :

সৌরভ তৃণমূলে যোগ দেওয়ার ঠিক দিন দুয়েক পরেই অর্থাৎ গত ২৪ শে জানুয়ারি রাজনীতিতে পা রাখেন কৌশানি মুখোপাধ্যায় (Kaushani Mukherjee)। তৃণমূলে যোগ দেন অভিনেত্রী। তৃণমূল ভবনে ব্রাত্য বসু (Bratya Basu) এবং কুনাল ঘোষের উপস্থিতিতে তৃণমূলে যোগ দিয়ে জোড়াফুলের পতাকা হাতে তুলে নেন কৌশানি এবং ইম্পার কর্তা পিয়া সেনগুপ্ত।

Kaushani Mukherjee TMC Trinomool কৌশানি মুখোপাধ্যায়

কৌশিক রায় (Koushik Roy) :

শুক্রবার বিজেপিতে যোগ দেন টলিপাড়ার জনপ্রিয় অভিনেতা কৌশিক রায় (Koushik Roy)। বর্তমানে স্টার জলসার ‘খড়কুটো’ (Khorkuto) নামক ধারাবাহিকে মুখ্য চরিত্র সৌজন্যের ভূমিকায় অভিনয় করছেন তিনি।এদিন বিজেপির রাজ্য সভাপতি (Dilip Ghosh) এর হাত থেকে গেরুয়া শিবিরের পতাকা হাতে তুলে নেন কৌশিক। যদিও কৌশিকের বিজেপিতে যোগ দেওয়ার ঘটনায় অনেকেই প্রায় আকাশ থেকে পড়ছেন। রাজনীতির ময়দানে বা রাজনীতি সংক্রান্ত কোনো বিষয়েই এর আগে মন্তব্য করতে দেখা যায়নি তাকে। তাই অভিনেতার বিজেপিতে যোগ দেওয়ার ঘটনা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে চলছে জোর জল্পনা।

Koushik Roy BJP

হিরণ চট্টোপাধ্যায় (Hiran Chatterjee) :

শোনা যাচ্ছে, তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিতে চলেছে টলি অভিনেতা হিরণ চ্যাটার্জিও। এতদিন পর্যন্ত তৃণমূলের সহ সভাপতি ছিলেন হিরণ, এবার জোড়া ফুল ছেড়ে, গেরুয়া শিবিরেই নাকি যোগ দিতে চলেছেন অভিনেতা।

Hiran chatterjee হিরণ চ্যাটার্জি

রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh) :

নির্বাচনের আগে রুদ্রনীল ঘোষকে নিয়ে চর্চা শিখরে উঠেছিল৷ একসময়ে বামপন্থী আদর্শে বিশ্বাসী রুদ্রনীল গত কয়েকবছর অমিত শাহ-এর উপস্থিতিতে এদিন বিজেপিতে যোগ দিলেন টলি অভিনেতা রুদ্রনীল ঘোষ।

রুদ্রনীল ঘোষ rudranil Ghosh

এছাড়াও টলিপাড়ার তাবড়-তাবড় অভিনেতা অভিনেত্রী যেমন দেব, নুসরত, মিমি, রিমঝিম মিত্র অনেক দিন ধরেই রাজনীতির ময়দানে রয়েছে।

site