• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

প্রভু দেবা স্টাইলে দুর্দান্ত নাচ খুদের, দেখার জন্য ভিড় জমল রাস্তার ধারে, দেখুন ভাইরাল ভিডিও

Published on:

Viral Viideo of boy dancing in Prabhu Deva Style ভাইরাল ভিডিও

নাচের জগতে ব্যাপক জনপ্রিয় প্রভু দেবা। নাচ করে অথচ এই লেজেন্ডকে চেনে না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর এই দেশে। নিজের দুর্দান্ত নাচে স্টেপ দিয়ে দর্শকদের তাক লাগিয়ে দেন প্রভু দেবা। প্রতিটা নাচের স্টেপ একেবারে নিখুঁত ও নিপুণ ভাবে করতে পারেন তিনি। শুধু তাই নয়, নাচের সাথে সাথে নাচের কোরিওগ্রাফিও করেন প্রভু দেবা। সোশ্যাল মিডিয়াতে প্রভুদেবার নাচের ও কোরিওগ্রাফির প্রচুর ভাইরাল ভিডিও (Viral Video) রয়েছে।

এমনকি সিনেমাতেও অভিনয় করেছেন, মূলত ড্যান্স ছবিতে অভিনয় করেছেন প্রভু দেবা। আর অভিনয়ের সাথে সাথে নিজের নাচ দিয়ে সুপার হিট করে তুলেছেন ছবি। নিজেও একজন ডিরেক্টর ও প্রোডিউসার হিসাবে ছবি  নিয়ে কাজ করেছেন তিনি।

সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে খোঁজ মিলল এক খুদে প্রভু দেবার। শুনে অবাক হচ্ছেন! দেখলেও অবাক হয়ে যাবেন এক খুদে ছেলে কিসুন্দর প্রভু দেবা স্টাইলে দুর্দান্ত নাচ করে দেখাচ্ছে। খুদের নাচ দেখতে রীতিমত ভিড় জমেছে রাস্তার ধারে।

Viral Viideo of boy dancing in Prabhu Deva Style ভাইরাল ভিডিও

খুদে ছেলেটির না আছে পায়ে দামি জুতো, না আছে দামি পোশাক। খালি পায়েই স্লোমোশন থেকে শুরু করে দুর্দান্ত সমস্ত নাচের স্টাইল দেখিয়েছে খুদে। আর তাই দেখেই প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন দর্শকেরা। খুদের এই নাচের ভিডিওই সোশ্যাল মিডিয়াতে শেয়ার হলে তা ঝড়ের গতিতে ভাইরাল হয়ে পরে।

খুদের নাচের ভিডিওর সাথে ব্যাকগ্রউন্ডে লাগানো হয়েছে প্রভু দেবারই গান। সব মিলিয়ে খুদের নাচের ভিডিও মন কেড়েছে নেটপাড়ার বাসিন্দাদের। ইতিমধ্যেই ৩লক্ষেরও বেশি মানুষে দেখেছেন ভিডিও আর সাথে কমেন্টে ঢালাও প্রশংসা করেছেন। দেখুন খুদে প্রভু দেবার ভাইরাল নাচের ভিডিওঃ

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥