টলিপাড়ায় বিয়ের মরশুম চলছে ধুমধাম করে। একেরপর এক টলি তারকা বিয়ে করছেন বছরের শুরুতেই। আর প্রায় প্রতিইদিনই সংবাদ মাধ্যমের শিরোনামে থাকছে বিয়ের খবর। সম্প্রতি টলিউডের বিখ্যাত গায়িকা ইমন চক্রবর্তীর বিয়ে হয়েছে। এবার টেলিভিশন অভিনেত্রী মিমি দত্ত (mimi dutta) ও ওম সাহানির (om sahani) পালা। দীর্ঘ তিন বছর ধরে প্রেম করার পর বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন এই জুটি। আর আজই হচ্ছে শুভ পরিণয়।
বিয়ের আগে গতকালই মিটেছে মিমি ও ওমের মেহেন্দি ও সঙ্গীত অনুষ্ঠান। নানা রঙে রঙিন সাজে সেজে উঠেছিল অনুষ্ঠানের আসর। অনুষ্ঠানে ওম ও মিমি দুজনেই সেজেছিল সবুজ পোশাকে। সাদা সবুজ লেহেঙ্গা চোলিতে ধরা দিয়েছিলেন মিমি। অন্যদিকে ওমের পরনে ছিল সাদা ও সুবজের ম্যাচিং কালারের কুর্তা পাজামা।
আজ ছিল এই সেলেবজুটির গায়ে হলুদের অনুষ্ঠান। গত কালের মত আজকেও একেবারে দুর্দান্ত সাজে হাজির হয়েছিলেন মিমি। হলুদ শাড়ি আর সাথে ফুলের গয়নার সাথে ছিল সোলার মুকুট।
অভিনেত্রী মিমির মা তাকে গায়ে হলুদের আগে বরণ করেন। সেই ছবিও প্রকাশ্যে আসার পর ভাইরাল হয়ে পড়েছিল নেটপাড়ায়।
করোনা মহামারীর জেরে অনুষ্ঠানে খুব বেশি লোকজন নেই। অল্পসংখ্যক বন্ধু বান্ধব আর পরিবারের আত্মীয় স্বজনদের নিয়েই আয়োজিত হয়েছে অনুষ্ঠান। তবে তাতে অনুষ্ঠানের খুশির মেজাজে ভাটা পড়েনি।
প্রসঙ্গত, আজ ওম ও মিমির সামাজিক মতে বিয়ে হচ্ছে। এর আগেই আইনি মতে বিয়ে সেরে ফেলেছেন ওম-মিমি জুটি। সেদিন মিমি গোলাপি বেনারসি পরে ও ওম বেগুনি রঙের পাঞ্জাবি পরে নিজেদের রেজিস্ট্রি সেরেছিলেন। এবং সেদিন কেক কেটে সেলিব্রেটও করেছিলেন খুশি মুহূর্ত।