মা সিরিয়ালের ছোট্ট ঝিলিককে (Jhilik) মনে আছে নিশ্চই। একসময় সন্ধ্যে হলেই পাড়ার প্রতিটি বাড়িতেই একসাথে বেজে উঠত ‘তোমায় ছাড়া ঘুম আসে না মা’। সেই ছোট্টবেলা থেকেই দর্শকদের মন জয় করে নিয়েছিল মা সিরিয়ালের ঝিলিক তথা তিথি বাসু (Tithi Basu)। শুধুমাত্র মায়ের ভালোবাসার জন্য ছোট্ট একটা মেয়েকে হন্য হয়ে ঘুরে বেড়াতে হয়েছিল এদিক ওদিক। শেষে অনেক কষ্টে নিজের মাকে খুঁজে পেয়েছিলো ঝিলিক।
তবে, সেদিনের সেই ছোট্ট ঝিলিক এখন আর ছোট নেই, বর্তমানে একেবারে লাস্যময়ী সুন্দরী হয়ে উঠেছে। সোশ্যাল মিডিয়াতে বেশ সক্রিয় তিথি। মাঝে মধ্যেই নিজের ছবি শেয়ার করেন সেখানে। আর হট ফিগারে উষ্ণতা ছড়াতে তিথির কাছে হার মানবে অনেকেই। নিজের হট এন্ড বোল্ড লুকস দিয়ে কাত করছেন অনেক পুরুষকেই। যার ফলে সোশ্যাল মিডিয়াতে তিথি বাসু মানেই শিরোনাম।
আসলে তিথি মডেল হতে চায়, তাই ইতিমধেই মডেলিং ও বিভিন্ন ফটোশুট করতে শুরু করে দিয়েছে তিথি। আর মাঝে মাঝেই এই সমস্ত বোল্ড ফটোশুটের ছবি শেয়ার করে তিথি নিজের ইনস্টাগ্রামে। যা দেখে রীতিমত হাই ভোল্টেজ ঝটকা লাগে পুরুষ অনুগামীদের মনে। কখনো ছোট পোশাকে বোল্ড লুকস, তো কখনো আবার চোখে মুখে আবেদন নিয়ে দুর্দান্ত হট ছবি দিতে এক্সপার্ট আজকের ঝিলিক থুড়ি তিথি বাসু।
সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটি ছবি শেয়ার করেছে তিথি। ছবিতে গাঢ় লাল ঠোঁট আর চরম আবেদন সহ চোখের চাহনি যেন হয় ৪৪০ ভোল্টের ঝটকা দিচ্ছে নেটিজেনদের বুকে। ব্ল্যাক কালারের স্কার্ট আর ম্যাগাজিনপ্রিন্টের ছোট ক্রপ টপ পরেই বোল্ড অবতারে ধরা দিয়েছে তিথি বাসু।
আর লাল লিপস্টিকের সাথে হাইভোল্টেজ লুকের ছবি শেয়ার হবার পর থেকেই বিদ্যুতের গতিতে ভাইরাল হয়ে পড়েছে ছবি। শেয়ার হবার পর থেকেই হাজারে হাজারে লাইক এসেছে ছবিতে। এক নেটিজেন তো ছবি দেখে লিখেছেন, ‘আহ সোনা …এভাবে ঠোঁট নিয়ে খেলো না প্লিজ’।