আজকাল ইন্টারনেটের যুগে মানুষের হাতে হাতে পৌঁছে গিয়েছে স্মার্টফোন। আর স্মার্টফোনের সাথে সাথে পপুলার হয়েছে সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়াতে প্রতিদিন হাজারো ভিডিও ভাইরাল হয়ে পরে। এই সমস্ত ভাইরাল ভিডিও গুলির মধ্যে কখনো মানুষের তো কখনো পশুপাখিদের নানান আজব সমস্ত কীর্তিকলাপ দেখা যায় এই সমস্ত ভিডিওগুলির মধ্যে।
কেউ মুখ দিয়েই নানান পশুপাখির আওয়াজ বের করে দেখাতে পারে। আবার কখনো বনের হাতির রাস্তার মাঝে গাড়ি দাঁড় করিয়ে কলা চুরির ভিডিও দেখতে পাওয়া যায়। আবার অনেক প্রতিভার ভিডিও থাকে এই ভিডিওগুলির মধ্যে। নাচ গান থেকে শুরু করে কত সব বিরল প্রতিভার দেখা মেলে ভাইরাল ভিডিওর মধ্যে দিয়ে।
সম্প্রতি এক আজব ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। ভিডিওতে সমুদ্রের ধারে চিল করতে দেখা যাচ্ছে একটি কাঁকড়াকে ! কি বিশ্বাস হলো না বুঝি? হ্যাঁ ঠিকই শুনেছেন, সমুদ্রের ধারে এক কাঁকড়াকে দেখা যাচ্ছে চিল মুডে। ঠিক যেমন আমরা রিলাক্স করার সময় বা প্রিয় সিনেমা দেখার সময় পছন্দের পানীয় ও চিপস বা পপকর্ণ সাথে নিয়ে বসি।
এবার কাঁকড়াটিও তার দাঁড়ে চিপস নিয়ে রয়েছে। আর সেই চিপস ধীরে ধীরে ভেঙে খাচ্ছে কাঁকড়াটি। কাঁকড়ার চিপস খাবার এই ঘটনা যতটা অদ্ভুত ঠিক ততটাই সুন্দর লাগছে এই দৃশ্যটি দেখতেও। আর কাঁকড়ার এই অদ্ভুত আচরণের ভিডিও ক্যামেরা বন্দি করে শেয়ার করেছেন এক ব্যক্তি। যেমনি শেয়ার তেমনি ভাইরাল ভিডিও। নেটিজনদের কাঁকড়া এই চিপস খাওয়ার ভিডিওটি দারুন লেগেছে। আর তাই ধীরে ধীরে ভাইরাল হয়ে পড়েছে কাঁকড়ার এই চিপস খাবার ভিডিওটি।