করোনা মহামারীর ফলে শিখায় ব্যাপক প্রভাব পড়েছে। অনেক গুরুত্বপূর্ণ পরীক্ষা পিছিয়ে গিয়েছে। একইভাবে CBSE বোর্ডের পরীক্ষাও পিছন নিয়ে ঘোষণা হয়েছিল ইতিমধ্যেই। তাই CBSE এর দশম ও দ্বাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীরা তাদের পরিবর্তিত পরীক্ষার সময়সূচি নিয়ে যথেষ্ট চিন্তিত ও উদগ্রীব ছিল। এবার সেই অপেক্ষার অবসান হল, আজ CBSE ক্লাস ১০ ও ১২ এর পরীক্ষার সূচি (CBSE Class 10 and 12 Exam dates) প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী।
যেমনটা জানা যাচ্ছে আগামী ৪মে থেকে শুরু হবে সেন্ট্রাল বোর্ড অফ এডুকেশন (CBSE) এর দশম শ্রেণীর পরীক্ষা ও শেষ হবে ৭ই জুন। আবার একইভাবে দ্বাদশ শ্রেণীর পরীক্ষাও শুরু হবে ৪ই মে থেকে যা চলবে ১৭ই জুন পর্যন্ত। তবে দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে প্রাকটিক্যাল পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে আগামী ১লা মার্চ থেকেই।
Date-sheet of @cbseindia29 board exams of class X.
Wish you good luck!#CBSE pic.twitter.com/o4I00aONmy— Dr. Ramesh Pokhriyal Nishank (@DrRPNishank) February 2, 2021
শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল মঙ্গলবার দুটি টুইট করে ছাত্রছাত্রীদের আগামী পরীক্ষার সময়সূচি জানান দিয়েছেন। পরীক্ষার সময়সূচি থেকে যেটা জানা যাচ্ছে মোট দুটি ভাগে পরীক্ষা নেওয়া হবে। অর্থাৎ একই দিনে দুটি শিফটে পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরীক্ষা যাতে দীর্ঘদিন ধরে না চলে তার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। প্রথম হাফে সকাল ১০.৩০ মিনিট থেকে পরীক্ষা শুরু হবে ও দ্বিতীয় হাফে দুপুর ২.৩০ মিনিট থেকে পরীক্ষা নেওয়া হবে।
Date-sheet of @cbseindia29 board exams of class Xll.
Wish you good luck!#CBSE pic.twitter.com/LSJAwYpc7j— Dr. Ramesh Pokhriyal Nishank (@DrRPNishank) February 2, 2021
পরীক্ষার সময়সূচি নিজের ফোনে পেতে বা ডাউনলোড করতে হলে নিচে দেওয়া লিংক এ গিয়ে লাস্ট আপডেটেড পেজ এ গিয়ে নিজের ক্লাস অনুযায়ী রুটিন দেখতে পাওয়া যাবে চাইলে সেটা ডাউনলোড করেও রাখা যেতে পারে।