• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

টিউশনে গিয়ে সুন্দরী রমণীর সাথে তুমুল নাচ, শেয়ার হতেই ঝড়ের বেগে ভাইরাল ভিডিও

Published on:

ভাইরাল ভিডিও Viral Video Boy and Girl Dancing in Tution

মানুষের উন্নতির যুগে দুর্দান্ত সমস্ত আবিষ্কারের মধ্যে অন্যতম হল ইন্টারনেট আর সোশ্যাল মিডিয়া। সারা পৃথিবীর মানুষ ইন্টারনেট আর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেন প্রতিবেশীতে পরিণত হয়েছে। আগে এক শহরের খবর আরেক শহরের লোকেরা জানতে পারতো না। সেখানে সোশ্যাল মিডিয়ার দৌলতে কোনো এক ঘটনার খবর মুহূর্তের মধ্যেই ছড়িয়ে যেতে পারে প্রথিবীর কোনায় কোনায়। যেকোনো ঘটনার ভিডিও করে তা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করলেই তা ভাইরাল ভিডিও (Viral Video) হয়ে পরে।

আর একবার ভাইরাল হয়ে পড়লেই তা বিশ্বের এপ্রান্ত থেকে ওপ্রান্তে ছড়িয়ে পড়বে। এই ভাইরাল ভিডিওগুলির মধ্যে দিয়ে আমরা কত কিছুই না দেখতে পাই। মজাদার ঘটনা থেকে শুরু করে মানুষ ও পশুদের অদ্ভুত সমস্ত কান্ডকারখানা। আবার অনেক সময়ই প্রতিভাবান শিল্পীদের প্রতিভাও সামনে আসে এই ভিডিওগুলির  মধ্যে দিয়েই।

সম্প্রতি এক প্রতিভার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। ভিডিওতে অবশ্য শুধুই প্রতিভা নয় তার সাথে কিছুটা ভালোবাসার ছবিও ধরা পড়েছে। আসলে ভিডিওতে এক যুবক ও এক সুন্দরী যুবতীর নাচ দেখা যাচ্ছে। দেখে বুঝতে অসুবিধা নেই তুজনেই টিউশন নিতে এসেছে। আর টিউশনের ব্যাচের মধ্যেই প্রেমের গানে নেচে উঠেছে ওই যুবক-যুবতী।

ভাইরাল ভিডিও Viral Video Boy and Girl Dancing in Tution

আসলে দুজনেই নাচের প্রশিক্ষণ নিতে নাচের ক্লাসে এসেছে। আর সেখানেই ‘বৈশাখের বিকাল বেলায়’ নামের গানে দুর্দান্ত নৃত্য পরিবেশন করেছেন দুজনে। তাদের নাচের ভিডিও সোশ্যাল মিডিয়াতে শেয়ার হয়েছে, আর তারপর থেকেই ঝড়ের বেগে ভাইরাল সেই নাচের ভিডিও।

ভাইরাল ভিডিও Viral Video Boy and Girl Dancing in Tution

ভিডিওতে যে শুধু যুবক যুবতীকে দেখা যাচ্ছে তা কিন্তু নয়। পিছনেই আরো ছাত্র ছাত্রীদের বসে থাকতে দেখা যাচ্ছে। তারা বসে বসে দুজনের এই দুর্দান্ত নাচের পরিবেশন  দর্শন করছে বেশ আগ্রহ নিয়েই। আসলে আজকাল পড়াশোনার পাশাপাশি অনেকেই গান, নাচ, আঁকা, আবৃত্তি ইত্যাদিতেও প্রশিক্ষণ নিয়ে থাকে। মা বাবা রায় চায় তাদের সন্তানেরা পড়ার সাথে আরো বিষয়ে পারদর্শী হয় উঠুক। আর সেই উদ্দেশ্যেই এই যুবক যুবতীও নাচের প্রশিক্ষণ নিচ্ছে।

 

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥