টলিপাড়ার অভিনেত্রী শ্রাবন্তী (Srabanti) আজ দীর্ঘদিন ধরে চর্চায় রয়েছেন। তৃতীয় স্বামী রোশন সিংয়ের (Roshan Singh) সাথে সম্পর্কের টানাপোড়েনের জেরেই তুমুল চর্চার বিষয় অভিনেত্রী। টলিপাড়ায় হাজারো চর্চার মাঝে কোথাও যেন সকলেরই নজর আটকে রয়েছে শ্রাবন্তী আর রোশনের সম্পর্কের দিকে। গত বছরে লকডাউনে যখন পরিবারের সাথে সময় কাটাতে মেতেছিলেন বাকি সেলিব্রিটিরা তখনই একেঅপরের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন শ্রাবন্তী ও রোশন।
এরপর থেকে দীর্ঘ সময় কেটে গিয়েছে, দুজনেই দূরত্ব বজায় রেখেছেন। নিজের মত করে দুজনেই নিজের জীবন কাটাচ্ছেন। শ্রাবন্তী আছেন তার জিম আর কিছু পোগ্রাম নিয়ে, আর রোশন আছেন তার নিজের জিম ও শরীরচর্চা নিয়ে। দুজনকেই তাদের সম্পর্ক নিয়ে অনেক জিজ্ঞাসাবাদ করা হয়েছে, নেটিজন থেকে শুরু করে মিডিয়া কারোর কাছেই কোনো মন্তব্য করেননি কেউই।
তবে, কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়াতে একে অপরকে নিয়ে যেন ঠান্ডা যুদ্ধ চলছে। নাম না করেই একেঅপরের উদেশ্যে যেন কথা ছুড়ে দিচ্ছেন দুজনে। সম্প্রতি রোশন কিছু ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়াতে। ছবি গুলি শেয়ার করে অতীতের সুন্দর স্মৃতি রোমন্থনে ব্যস্ত আছেন তিনি।
ছবিতে কখনো নিজের কেবিন ক্রূ সুপারভাইজার থাকার সময়ের এক ঝাঁক স্মৃতি শেয়ার করেছেন রোশন। ছবিতে কারিনা কাপুর, জনি লিভার থেকে শুরু করে অরিজিৎ সিং, সঞ্জয় দত্তের সাথে তোলা ছবি শেয়ার করেছেন রোশন।
এমনিতেই দুজনের সম্পর্কের টানাপোড়েনের জেরে হট টপিক হয়ে রয়েছেন শ্রাবন্তী ও রোশন। তাই দুজনেরই সোশ্যাল মিডিয়াতে তীক্ষ নজর রয়েছে সকলেরই। ছবি হোক বা ভিডিও শেয়ার হওয়া মাত্রই তা ভাইরাল হয়ে পরে। একই ভাবে এই পুরোনো দিনের ছবিও শেয়ার করা মাত্রই ভাইরাল হয়ে পড়েছে। নেটিজনদের অনেকেরই ধারণা তবে কি অতীতেই ফিরতে চাইছেন রোশন।