বলিউডে (bollywood)এবছর যেন খুশির হাওয়া বয়েই চলেছে। চার হাত এক হওয়া থেকে শুরু করে একে একে দুই অর্থাৎ বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে চলেছেন একেরপর এক সেলেব্রিটি। ইতিমধ্যেই অনুষ্কা শর্মার (anushka sharma) পরিবারে এসেছে নতুন অতিথি। আবার অভিনেত্রী কারিনা কাপুর খানও দ্বিতীয় সন্তানের আগমনের জন্য দিন গুনছেন। এবার এরই মধ্যে বি-টাউনে নতুন গুঞ্জনের সূত্রপাত হয়েছে। শোনা যাচ্ছে যে এবার নাকি পদ্মাবতী অভিনেত্রী দীপিকা পাডুকোন (deepika padukone) এর কাছ থেকেও মিলতে পারে খুশির খবর।
বলিউডের টপ শ্রেণীর নায়িকাদের মধ্যে অন্যতম দীপিকা পাডুকোন। বলিউডে একাধিক সুপার হিট ছবি উপহার দিয়েছেন অভিনেত্রী। দীপিকা ২০১৮ সালে বলিউডের ড্যাশিং হিরো রণবীর সিং এর সাথে বিয়ে করেন। জানা যায় রামলীলা ছবির সেট থেকেই তাদের প্রেম কাহিনী শুরু হয়েছিল। যা শেষপর্যন্ত বিয়েতে পরিণত হয়।
২০১৮ তে বিয়ের জন্য লেক কোমোতে উড়ে গিয়েছিলেন এই সেলেব্রিটি দম্পতি। সেখানে জল দিয়ে ঘেরা এক প্রাসাদে সেরেছিলেন বিয়ে। এরপর থেকে এখনো পর্যন্ত বলিউডের পাওয়ার কাপলদের মধ্যে অন্যতম রণবীর দীপিকা জুটি।
গতবছরে অভিনেত্রী দীপিকা বলিউডের মাদকচক্রের সাথে জড়িয়ে পড়েন। যার জেরে মুম্বাইয়ে তাকে জেরার জন্য ডেকে পাঠায় তদন্তকারী সংস্থা এনসিবি। তবে সেই সময় দীপিকার পাশে ছিলেন স্বামী রণবীর। এমনকি জেরার সময় দীপিকার পাশে থাকতে চেয়েছিলেন রণবীর, যদিও তাকে সেই অনুমতি দেওয়া হয়নি।
সম্প্রতি অভিনেত্রী তার সোশ্যাল মিডিয়াতে একটি ছবি শেয়ার করেছেন। ছবিতে নিচের দিকে তাকিয়ে হাস্তে দেখা যাচ্ছে দীপিকা পাডুকোনকে। আর সাথে অভিনেত্রীর মুখে রয়েছে একটা তৃপ্তির হাসি। আর এই ছবিটি শেয়ার করে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘ফেব্রুয়ারী’।
এই ছবি শেয়ার হবার পর থেকেই প্রশ্নের বন্যা বয়ে গিয়েছে ছবির কমেন্ট বক্সে। অনেকেই অভিনেত্রীকে জিজ্ঞাসা করতে শুরু করেছেন তাহলে কি কোনো খুশির খবর শোনাতে চলেছেন অভিনেত্রী! ইতিমধ্যেই মা হয়েছেন অনুষ্কা, এদিকে কারিনা কাপুরও শীঘ্রই দ্বিতীয় সন্তানকে স্বাগত জানাতে চলেছেন। তার মাঝে দীপিকার এই ছবি পোস্ট, অনেকেই এটাকে খুশির খবরের ইঙ্গিত হিসাবেই দেখছেন। আর এখন থেকেই শুরু জল্পনার যে দীপিকা পাডুকোন হয়তো মা হতে চলেছেন।