টলিউড অভিনেত্রী শ্রাবন্তীর (Srabanti) জীবনে কিছুই যেন ঠিক নেই। তিন তিন বার বিয়ের পরেও নেই স্বামী সুখ, রোশান সিং এর সাথে বিয়ের দুবছরের মধ্যেই সম্পর্কে ভাঙ্গন ধরেছে। ভাঙ্গনের জেরে দীর্ঘদিন ধরেই আলাদা থাকছেন শ্রাবন্তী ও রোশান। যদিও মিডিয়াতে কোনো কিছুই খোলসা করা বলতে রাজি নন কেউই। ইদানিং আবার সোশ্যাল মিডিয়া পোস্টার মধ্যে দিয়ে যেন ঠান্ডা যুদ্ধ চলছে স্বামী স্ত্রীর মধ্যে।
তবে, সেদিকে কোনো হুঁশই নেই শ্রাবন্তী পুত্র অভিমন্যুর (Abhimanyu) । মায়ের সম্পর্কের টানাপোড়েনের মাঝেও নিজের ব্যক্তিগত প্রেমের সম্পর্কেই আচ্ছন্ন ঝিনুক তথা শ্রাবন্তী পুত্র অভিমন্যু। দীর্ঘদিন ধরেই বাঙালি মডেল দামিনী ঘোষের (Damini Ghosh) সাথে প্রেমের সম্পর্কে জড়িয়েছে অভিমন্যু। ধীরে ধীরে দুজনের মধ্যে গাঢ় হয়েছে প্রেমের সম্পর্ক। কিছুদিন আগেই নিজেদের প্রেমের কথা প্রকাশ্যে এনেছে অভিমন্যু।
মডেল দামিনীকে দেখে রীতিমত বুকের ধুকপুকানি বেড়ে গিয়েছিল নেটিজেনদের। লাস্যময়ী এই মডেলের সাথেই কিনা প্রেম করছে অভিমন্যু। দামিনীর এক একটা ছবি যেন পুরুষ মনে অ্যাটম বোমের মত আঘাত হেনেছিল।
একদিকে যখন মায়ের ব্যক্তিগত জীবনে তোলপাড় চলছে তখন দামিনীর সাথে প্রেমেই মশগুল অভিমন্যু। দুজনের একাধিক ছবি সোশ্যাল মিডিয়াতে শেয়ার হবার পর ভাইরাল হয়ে পরে। মা শ্রাবন্তীকে বাদ দিয়ে ছেলে অভিমন্যুই হয়ে পরে সোশ্যাল মিডিয়ার হট টপিক।
সম্প্রতি আবার নিজেকে অভিনেত্রী শ্রাবন্তীর যোগ্য বৌমা প্রমাণ করতে কোনো খামতি রাখছে না দামিনী। বাড়িতে রান্নার দায়িত্ব সামলানোর চ্যালেঞ্জের জন্য নিজেকে প্রস্তুত করে নিতে চাইছেন সেক্সী লেডি দামিনী।
তাই নিজের হাতেই বানিয়ে ফেলেছেন চাইনিজ নুডলস স্যুপ। আর সেই স্যুপের ছবিও দামিনী শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়াতে। ছবিতে নুডলস, চিংড়ি, চাইনিজ স্প্রিং অনিয়ন সহ মাংসের টুকরো ভেসে থাকতে দেখা যাচ্ছে।
তাহলে বোঝাই যাচ্ছে! যে শুধুই নয় মডেলিং স্বামী ও শাশুড়ির মন জয়ের জন্য রান্নাতেও হাত পাকা করতে প্রস্তুত দামিনী।