• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ঠান্ডা এখনো বাকি আছে বন্ধু! আরো জাতীয় পড়বে শীত সতর্ক করল আবহাওয়া দফতর

এবছর শীত (Winter) খানিক দেরিতেই এসেছিল, আর মাঝে জানুয়ারিতে হটাৎ কিছুদিন উষ্ণতা বেড়ে গিয়েছিল। সব মিলিয়ে কিছু মানুষ ভেবেছিলেন এবছরের মত বুঝি বিদায় নিল শীত। সেগুড়ে বালি! জানুয়ারী শেষ হয় আজ ফ্রেব্রুয়ারি মাসের প্রথম দিন, শীতের আবহাওয়া (Weather) শেষ হবার পালা। কিন্তু, পৌষের শেষে সেই মকর সংক্রান্তির আগে যে শীত পড়ল, সেই থেকেই তাপমাত্রা নিম্নমুখী। শীতের ঠেলায় প্রতিদিনই ঠান্ডার ঠেলায় হাড় কাঁপছে বাঙালীর।

winter শীতকাল

   

পৌষ পেরিয়ে মাঘ মাসেও দুর্দান্ত ঠান্ডা রয়েছে বঙ্গে। প্রতিদিন সকালে চারিদিক ঢেকে যাচ্ছে ঘন কুয়াশায়, সাথে রাতের দিকে পড়ছে চরম ঠান্ডা। আজ নতুন মাসের প্রথম দিনে রেকর্ড গড়ল শীত, আজ শীতের মরশুমের দ্বিতীয় শীতলতম দিন কলকাতায়। কলকাতায় যেখানে এই সময় তাপমাত্রা থেকে ১৭ ডিগ্রির আশেপাশে সেখানে আজকের দিনে তাপমাত্রা মাত্র ১১.৪ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি কম তাপমাত্রা।

winter শীতকাল Weather Update আবহাওয়ার খবর

এখানেই শেষ নয়, আবহাওয়া দফতরের (Weather Department) মতে এখনই কমছে না এই হাড় কাঁপানো ঠান্ডা। আগামী দু দিন অর্থাৎ মঙ্গল ও বুধবার বজায় থাকবে শৈত্য প্রবাহ। তারপর ধীরে ধীরে বাড়তে পারে তাপমাত্রা। যেমনটা জানা যাচ্ছে আজকের দিনে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি পর্যন্ত নামতে পারে।

শুধুই যে কলকাতা তা কিন্তু নয়, রাজ্যের বিভিন্ন  জায়গায় তাপমাত্রাও রেকর্ড করছে। পুরুলিয়াতে আজ সর্বনিম্ন তাপমাত্রা মাত্র ৮.৫ ডিগ্রির আশেপাশে থাকতে পারে। অন্যদিকে হাওড়া ও হুগলিতে সর্ব নিম্ন তাপমাত্রা থাকবে ১১ ডিগ্রির কাছাকাছি। বর্ধমানে তাপমাত্রা আরো ১ ডিগ্রি কমে থাকবে ১০  ডিগ্রির ঘরে। উত্তরবঙ্গের দার্জিলিং সিকিমে এ আজ তাপমাত্রা নামবে ৩ ডিগ্রি সেলসিয়াস। সুতরাং বুঝতেই পারছেন এবছর শীত সহজে যাবার পাত্রটি নয়।

site