বর্তমানের ইন্টারনেটের যুগে খুব কমই এমন লোক পাওয়া যাবে যারা ইন্টারনেট বা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন না। ছোট থেকে বড় সকলেই সোশ্যাল মিডিয়াতে মত্ত। সোশ্যাল মিডিয়াতে রোজই হাজারো ভিডিও ভাইরাল (Viral Video) হচ্ছে।
কেউ নিজের অসাধারণ প্রতিভার প্রকাশ ঘটাচ্ছেন তো কোনো ভিডিওতে মজার সমস্ত কান্ড কারখানা দেখা যাচ্ছে। আবার কিছু ভিডিওতে পশু পাখিদের নানান কীর্তি দেখা যায়। আবার এমন কিছু কীর্তি কলাপ ভাইরাল হয় যা দেখে হাসতে হাসতে গড়াগড়ি দিতে হয়।
ভাইরাল ভিডিওতে অনেক মজাদার জিনিস থাকে দেখবার মত। এই যেমন কোনো এক ব্যক্তি অবিকল পশু পাখিদের মত আওয়াজ বের করে দেন গলা দিয়ে। তো কেউ আবার অভিনব পদ্ধতিতে মাছ ধরা দেখিয়ে দেয়। মাছ ধরার এমন সমস্ত পদ্ধতি দেখায় ভিডিওগুলিতে যা দেখে চোখ কপালে ওঠার জোগাড় হয়।
সম্প্রতি এক আজব ভিডিও ভাইরাল হয়েছে, বুদ্ধি যে কি ধরণের হতে পারে তার একটা নমুনা পাওয়া গেছে। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, একটি ছেলের জম্মদিন পালন করছে কিছু বন্ধুরা মিলে। আর রাস্তার মধ্যেই বাইকের ওপর কেক কেটে জন্মদিন পালনের আয়োজন করেছে কিছু বন্ধুরা মিলে।
সেই মত কেকের ওপর বাতি জেলে ‘হ্যাপি বার্থ ডে’ গানে উইশ করে শুরু হয় কেক কাটা। কিন্তু শুরুতেই বিপত্তি, কেক কাটার সময় ফোম স্প্রে করতে শুরু করে ওই যুবকের বন্ধুরা চারিদিক থেকে। আর এই কেকের মধ্যে থাকা মোমবাতির আগুন ধরে যায় এই ফোমের মধ্যে। মুহূর্তের মধ্যে আগুন লেগে যায় বার্থডে বয় এর গায়ে। ভয়ে দৌড়াতে দৌড়াতে আগুন নেভাতে থাকে ছেলেটি।
যদিও তেমন একটা ক্ষতি হয়নি, তবে বড়সড় কোনো ক্ষতি যে হতেই পারে তা বেশ বোঝা যাচ্ছে। গোটা ঘটনার ভিডিও করে তা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা হলে তা ভাইরাল হয়ে পরে সোশ্যাল মিডিয়াতে।