বলিউডের আগামী দিনের ছবিগুলির মধ্যে নিঃসন্দেহে সবচেয়ে বড় নাম ‘কেজিএফ : চ্যাপ্টার ২’ (KGF : Chapter 2)। সূত্রের খবর, ইতিমধ্যেই নানা ভাষায় দেশজুড়ে রুপোলি পর্দায় আসতে চলেছে কেজিএফ। কন্নড়, হিন্দি, তেলেগু, মালয়ালম ও তামিল ভাষায় মুক্তি পেতে চলেছে যশের (Yash) ব্লকবাস্টার ছবি।
বলিসূত্রের খবর, অন্যান্য দক্ষিণী অভিনেতার মত এক ভুল করছেন না যশ। নিজের সিনেমার জন্য ডাবিংয়ের কাজটাও নাকি তিনি নিজের কাঁধে তুলে নিয়েছেন, খবর এমনই। জানা গেছে প্রশান্ত নীলের (Prasanth Neel) পরিচালনায় এই ছবি সর্বোচ্চ বাজেটের কন্নড় ছবি। প্রায় ২ বছরের পরিশ্রমে এই ছবি তৈরি হয়েছে বলে জানিয়েছেন পরিচালক। আর স্বাভাবিকভাবে পোস্ট-প্রোডাকশনের ক্ষেত্রেও কোনোরকম ত্রুটি রাখতে চাইছেন না যশ। নিজের ছবির ডাবিংয়ের দায়িত্বও নিজেই নিয়ে নিয়েছেন অভিনেতা, জানিয়েছেন এক কেজিএফ ক্রু।
বলিদর্শকদের মতে, রজনীকান্ত (Rajni Kant)” বা রামচরণ (Ram Charan)-এর মত দক্ষিণী অভিনেতারা নিজেদের সিনেমা ডাবিংয়ের জন্য ডাব-আর্টিস্টদের সাহায্য নেন, আর তার ফলেই নাকি সেইসব সিনেমা হিন্দিদর্শকদের কাছে বেশ অপ্রিয় হয়ে ওঠে। সূত্রের খবর, এ বছরের ১৬ই জুলাইয়ে মুক্তি পাবে কেজিএফ-এর আগামী পর্যায়। আর তার আগেই সঞ্জয় দত্ত (Sanjay Dutt), রবিনা ট্যান্ডন (Raveena Tandon)-দের মত সেলেবদের নিয়ে যে যশ ডাবিংয়ের কাজ সেরে ফেলতে চাইছেন, তা স্পষ্ট সূত্রের কথাতেই!