বাংলীর অন্যতম প্রিয় সিরিয়াল ‘রানি রাসমণি’ (Rani Rashmoni)। সিরিয়ালে মূল চরিত্রে চরিত্রে অনবদ্য অভিনয় করে দর্শকদের মন জিতে নিয়েছেন দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy)। মাত্র ১৭ বছর বয়সেই নিজের অভিনয়ের দক্ষতায় অসাধারণভাবে ফুটিয়ে তুলছেন ৫৩ বছরের রানি রাসমণিকে। কিশোরী রানি রাসমণি থেকে বর্তমানে বয়স্কা রানিমাও চরিত্রে অভিনয় করছেন দিতিপ্রিয়া , যা দর্শকদের সমান পছন্দের।
এই বয়সেই দিতিপ্রিয়ার এমন তুখোড় অভিনয়ের জয়জয়াকার সর্বত্রই। অনেক ছোট থেকেই অভিনয়ের সঙ্গে যুক্ত সে, তাই অভিনয়ের মারপ্যাঁচ খুব সহজেই রপ্ত করে ফেলেছেন তিনি। ইতিমধ্যেই টেলিভিশন ছাড়াও টলিউড (Tollywood) -এর বেশি কিছু ছবিতে অভিনয় করেছেন তিনি। এমনকি বছরের সেরা অভিনেত্রী হিসাবে পুরস্কার পেয়েছে দিতিপ্রিয়া।
তবে পর্দার দিতিপ্রিয়া আর রিয়েল লাইফের দিতিপ্রিয়ার মধ্যে আকাশ পাতাল তফাৎ। সেই বয়স্ক রানিমা আসলে একটা ছটফটে মিষ্টি মেয়ে। আর সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় আমাদের রানী মা তথা দিতিপ্রিয়া। প্রায়শই সোশ্যাল মিডিয়াতে নিজের ছবি শেয়ার করে দিতিপ্রিয়া। আর অগণিত অনুগামীদের জন্য ছবি শেয়ার হবার কিছুক্ষনের মধ্যেই তা ভাইরাল হয়ে পরে।
তবে, সম্প্রতি দিতিপ্রিয়া নিজের সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও শেয়ার করেছেন। ভিডিওতে হলুদ রঙের জমকালো শাড়ি, সোনার গয়না, খোপায় ফুল দিয়ে সেজে দেখা যাচ্ছে দিতিপ্রিয়াকে। ভিডিওতে একেবারে বাঙালি বধূর রূপেই দেখা যাচ্ছে দিতিপ্রিয়াকে। আরামকেদারায় বসে ক্যামেরার জন্য শাড়ির আঁচল নিয়ে পোজ দিচ্ছেন দিতিপ্রিয়া। আর এই ফটোশুটের ভিডিওই শেয়ার হয়েছে সোশ্যাল মিডিয়াতে। এই ভিডিওটি শেয়ার হবার পর থেকেই ব্যাপক ভাইরাল হয়ে পড়েছে।
অবশ্য কিছুদিন আগেও দিতিপ্রিয়ার ফ্যান ক্লাবের পক্ষ থেকে একটি ছবি শেয়ার করা হয়েছিল। ছবিতে কনের সাজে দেখা গিয়েছিল দিতিপ্রিয়াকে। আর তারপর থেকেই গুঞ্জন উঠছে তবে কি বিয়ে করে ফেলেলেন রানিমা। কিন্তু দিতিপ্রিয়ার ইন্সটাগ্রাম হ্যান্ডেল বা ফেসবুকে সাম্প্রতিক কালে সেই ছবির চিহ্ন মাত্র নেই। আসলে ফটোশ্যুটের জন্যই লাল বেনারসি, আর গা ভর্তি গয়নায় সাবেকি সাজে সেজেছিলেন দিতিপ্রিয়া। আর সেই পুরোনো ছবিই শেয়ার হয়েছিল সোশ্যাল মিডিয়ায়।