• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

হাতের মধ্যেই হাজারো জ্যান্ত মৌমাছি নিয়ে দিব্যি হেটে বেড়াচ্ছে যুবক, তুমুল ভাইরাল ভিডিও

Published on:

ভাইরাল ভিডিও Viral Video Boy with thousand bee in hand

বর্তমানের ইন্টারনেটের যুগে খুব কমই এমন লোক পাওয়া যাবে যারা ইন্টারনেট বা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন না। ছোট থেকে বড় সকলেই সোশ্যাল মিডিয়াতে মত্ত। সোশ্যাল মিডিয়াতে রোজই হাজারো ভিডিও ভাইরাল (Viral Video) হচ্ছে। কেউ নিজের অসাধারণ প্রতিভার প্রকাশ ঘটাচ্ছেন তো কোনো ভিডিওতে মজার সমস্ত কান্ড কারখানা দেখা যাচ্ছে। আবার কিছু ভিডিওতে পশু পাখিদের নানান কীর্তি দেখা যায়। আবার এমন কিছু কীর্তি কলাপ ভাইরাল হয় যা দেখে হাসতে হাসতে গড়াগড়ি দিতে হয়।

ভাইরাল ভিডিওতে অনেক মজাদার জিনিস থাকে দেখবার মত। এই যেমন কোনো এক ব্যক্তি অবিকল পশু পাখিদের মত আওয়াজ বের করে দেন গলা দিয়ে। তো কেউ আবার অভিনব পদ্ধতিতে মাছ ধরা দেখিয়ে দেয়। মাছ ধরার এমন সমস্ত পদ্ধতি দেখায় ভিডিওগুলিতে যা দেখে চোখ কপালে ওঠার জোগাড় হয়।

সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। যা দেখে অনেকেই চমকে উঠেছেন। আমরা অনেকেই বাড়ির আনাচে কানাচে বা গাছের ডালে মৌচাক অর্থাৎ মৌমাছির বাসা দেখেছি। আর মৌমাছির বাসায়  মৌমাছির লোভে অনেকেই মধু আনতে গিয়ে যে মৌমাছির কামড় খেয়ে ফুলে ঢোল হয়ে যান তাও বেশ ভালোই জানা রয়েছে। কিন্তু ভিডিওতে এই যুবক যা করে দেখালো তা কেবল চমকে দেবার মতোই নয়  বরং ভয়ংকরও বটে।

ভাইরাল ভিডিও Viral Video Boy with thousand bee in hand

ভিডিওতে যুবক হাতের মধ্যেই হাজারো মৌমাছি নিয়ে দিব্যি হেটে বেড়াচ্ছেন। কিন্তু কেনই বা এমন তা করছে সে! আসলে ওই যুবক মৌমাছিদের একটি ঝাঁক বা কলোনীকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছিল। কিন্তু তাবলে এমন ভাবে নিয়ে যাচ্ছে, যা দেখে সাধারণ মানুষে চোখ কপালে উঠে গিয়েছে।

ভাইরাল ভিডিও Viral Video Boy with thousand bee in hand

যেমনটা জানা যাচ্ছে ওই যুবক মৌচাকের রানীকে নিজের হাতের মুঠোয় নিয়ে রেখেছে। আর মৌচাকের নিয়ম মতে রানী যেখানে যাবে সেখানেইমৌচাকের বাকি সকল মৌমাছি চলে যাবে। এখানেও তাই হয়েছে। কিন্তু মৌচাকে হাত বাড়ালেই যেখানে জোটে মৌমাছির হুল সেখানে এই যুবক দিব্যি মৌমাছির গোটা কলোনীকে হাত নিয়ে  হেটে বেড়াচ্ছে। এমন দৃশ্য কি আর সচরাচর দেখা যায়!

https://twitter.com/TheoShantonas/status/1354729579865395201

ভিডিওটি ক্যামেরাবন্দি করে সোশ্যাল মিডিয়াতে শেয়ার হবার পর থেকেই দুরন্ত গতিতে ভাইরাল হয়ে পড়েছে ভিডিওটি। এপর্যন্ত ১৯ লক্ষেরও বেশি মানুষ দেখেছেন ভিডিওটি। আর ভিডিও দেখে বহু নেটিজেন নিজেদের মন্তব্য জানিয়েছেন কমেন্ট বক্সে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥