গায়ের রঙ কালো (Dark Skin tone) হলে আজও হাসির পাত্র হতে হয় সমাজে। আর তাছাড়াও ফর্সা (Fair skin) হতে চায়না এমন মানুষও বোধহয় হাতে গোনা। কিন্তু অনেকসময়ই কাজের চাপ, রোদ, ধুলোয় ত্বক (Skin) নিজের উজ্জ্বলতা হারায়। আজ রইল এমনই কিছু ঘরোয়া টিপস যা ব্যবহার করলে মাত্র কয়েকদিনেই ফিরে আসবে ত্বকের হারানো উজ্জ্বলতা। এবার ঘরে বসে সাধারণ কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলুন মাস্ক (Mask)।
দুধ আর লেবুর রসের মাস্ক (Lemon and milk)
দুধ ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে। দুধ ভিতর থেকে ত্বক পরিস্কার করতে সাহায্য করে। পাশাপাশি দুধ ত্বকের ময়েশ্চার ধরে রাখতে সাহায্য করে৷ পাশাপাশি, লেবুর রস প্রাকৃতিক ব্লিচের কাজ করে। লেবুর অ্যান্টিঅক্সিড্যান্ট ত্বকের গাঢ় দাগ দূর করতেই খুবই কার্যকরী!
দুধ এবং লেবুর রসের মাস্ক বানাতে গেলে দরকার-
বড় তিন চামচ দুধ
১ চামচ লেবুর রস
সামান্য হলুদ গুড়ো
এক চামচ মধু
উপরের এই সমস্ত উপকরণ একসঙ্গে মিশিয়ে নিয়ে ভালো করে মুখে লাগিয়ে রাখতে হবে। এই মাস্ক লাগিয়ে শুকোনো পর্যন্ত অপেক্ষা করতে হবে। শুকিয়ে গেলে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলতে হবে। সপ্তাহে যতবার খুশি এই মাস্ক ব্যবহার করতে পারেন, এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই।
মধু এবং টম্যাটোর মাস্ক (Tomato and Honey)
মধু এবং টম্যাটো উভয়ই ত্বকের জন্য খুব উপকারী।
টম্যাটো ত্বকের ট্যান (Tan) তুলতে সাহায্য করে পাশাপাশি ত্বককে টানটান রাখতেও সাহায্য করে অন্যদিকে মধু ত্বকের রুক্ষতা দূর করতে ওষুধের মত কাজ করে।
মধু এবং টম্যাটোর মাস্ক বানাতে গেলে প্রয়োজন-
২ চামচ টম্যাটো বাটা
২ চামচ মধু
প্রথমে মিহি করে টম্যাটো বেঁটে নিতে হবে এরপর এর সঙ্গে মিশিয়ে নিন ২ চামচ মধু। এই মিশ্রণটি সারা মুখ এবং গলায় লাগিয়ে মিনিট ৩০ অপেক্ষা করে উষ্ণ গরম জলে ধুয়ে ফেলুন। সপ্তাহে একদিন এই মাস্ক ব্যবহার করলেই হাতে নাতে ফল পাবেন।
পাকা পেঁপে এবং ডিমের মাস্ক (Papaya and Egg)
পেঁপে দই এবং ডিম তিনটে উপকরণ যথাক্রমে ত্বকের উজ্জ্বলতা ফেরায়, ত্বক টানটান রাখে এবং ত্বকের রুক্ষতা দূর করতে সাহায্য করে।
পাকা পেঁপে এবং ডিমের মাস্ক বানানোর জন্য প্রয়োজন
২ চামচ পাকা পেঁপের পাল্প
১ চামচ টক দই
২ চামচ অ্যাপেল সিডার ভিনিগার
১ চামচ গ্লিসারিন
১টা ডিমের সাদা অংশ
প্রথমে একটি পাকা পেঁপে টুকরো টুকরো করে কেটে মিক্সিতে পেস্ট করে নিন, তারপর ওই মিশ্রনে একে একে টকদই, আপেল সিডার ভিনিগার দিয়ে মিশিয়ে ঘন্টা খানেক ফ্রিজে রেখে দিন। তারপর এর সাথে গ্লিসারিন এবং ডিমের সাদা অংশ মিশিয়ে পুরো মিশ্রনটি ভালো করে মুখে লাগিয়ে মিনিট ২৫ রেখে দিন। তারপর উষ্ণ জলে মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে তিনদিন এই মাস্ক ব্যাবহার করুন।