টলিপাড়ায় (Tollywood)খুশির জোয়ার অব্যাহত, একেরপর এক বিয়ে লেগেই আছে বছরের শুরু থেকে। এবার সাত পাকে বাঁধা পড়তে চলেছেন বিখ্যাত গায়িকা ইমন চক্রবর্তী (Iman Chakraborty) ও নীলাঞ্জন ঘোষ (Nilanjan Ghosh)। আগামী ২রা ফ্রেব্রুয়ারি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন ইমন-নীলাঞ্জন। সুতরাং বিয়েতে বাকি আর মাত্র ২ দিন। এবার বিয়ের আগেই রোমান্টিক মুডে ধরা দিলেন ইমন চক্রবর্তী।
গত বছরের অক্টোবরে নিজের বিয়ের কথা প্রকাশ্যে এনেছিলেন ইমন। সেই থেকেই শুরু হয়েছিল দিন গোনা, যেটা খুব শীঘ্রই শেষ হতে চলেছে। আর বিয়ের আগে ইমন নীলাঞ্জন সেরেছেন তাদের আইবুড়োভাত পর্ব। সেই ছবি শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়াতে।
কিছুদিন আগেই ব্যাচেলার জীবন উপভোগ করতে ব্যাচেলার পার্টির আয়োজন করেছিলেন গায়িকা। সেখানে কেক কাটা থেকে হৈ হুল্লোড় কিছুই বাদ পড়েনি।
আর একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতিতে বাদ পড়েনি প্রি বেডিং ফটোশুট। সম্প্রতি প্রি ওয়েডিং ফটোশুট সেরেছেন ইমন ও নীলাঞ্জন আর সেই ফটোশুটের ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়াতে।
ব্যাচেলরের তকমা ঘুচিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হবার আগে একেবারে রোমান্টিক মুডে ধরা দিয়েছে ইমন-নীলাঞ্জন জুটি।
ফটোশুটে একেবারে বাঙালি সাজেই সেজেছেন হবু বর বধূ, ইমনের পরনে রয়েছে শাড়ি আর নীলাঞ্জনের পরনে রয়েছে সাদা রঙের পাঞ্জাবি।
যেমনটা জানা যাচ্ছে, বিয়ের জন্য ফ্যাশন ডিজাইনার অভিষেক রায়কে দায়িত্ব দিয়েছেন ইমন-নীলাঞ্জন। বিয়ের গায়ে হলুদ থেকে শুরু করে বিয়ের সাজ পর্যন্ত সবকিছুই হবে অভিষেকের ডিজাইনে। তবে, একেবারে ট্রাডিশনাল বাঙালি সাজেই হবে বিয়ে।
প্রি ওয়েডিং ফটোশুটের ছবি শেয়ার করে ইমন লিখেছেন, ‘ সুরে সুরে ওগো তোমায় ছুঁয়ে যাই।’ আর সাথে একেঅপরের প্রতি ভালোবাসাও প্রকাশ করেছেন ছবির মধ্যে দিয়ে।
ইমন আর নীলাঙ্গনের বিয়ের আগের এই ফটোশুট এখন ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে। শেয়ার হবার পর থেকে হাজারো মানুষ তাদের ছবি দেখেছেন ও তাদের বিবাহ জীবনের জন্য শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।