এক দীর্ঘ অপেক্ষার অবসান! এবছরের শুরু থেকেই বহু প্রতীক্ষিত ছবি হল কেজিএফ চ্যাপ্টার ২ (KGF Chapter 2) । অবশেষে এই বহু প্রতীক্ষিত ছবিটির দ্বিতীয় পর্বের রিলিজের তারিখ সামনে এল। ছবিতে প্রধান চরিত্রে আছেন দক্ষিণী অভিনেতা রকি ভাই তথা যশ। সাথে থাকছেন বলিউডের অভিনেতা সঞ্জয় দত্ত (Sanjay Dutt)।
‘কেজিএফ : চ্যাপ্টার ১’ দেখার পর থেকে গোটা ভারতের প্রশ্ন ছিল একটাই, কেজিএফের (KGF Chapter-2) আগামী পর্ব কবে মুক্তি পাবে? দর্শকদের এই সমস্ত প্রশ্নের উত্তরে সুপারস্টার ইয়াশ (Yash) এর জন্মদিনেই মুক্তি পায় KGF Chapter-2 -র ট্রেলার। ইতিমধ্যেই ছবিটি ট্রেইলার টি ১৬ কোটি ৩৮ লক্ষ বারের বেশি বার দেখা হয়ে গিয়েছে। ইয়াশের ছাড়াও ছবিতে রাভিনা ট্যান্ডন (Raveena Tandon) ও সঞ্জয় দত্তের উপস্থিতি দর্শকদের আরও আকর্ষিত করেছে।
প্রসান্থ নীল (Prasanth Neel) -এর পরিচালনায় ও হম্বল ফিল্মস (Hombale Films) -এর প্রযোজনায় যে কেজিএফের দ্বিতীয় পর্বও বক্সঅফিস কাঁপাতে চলেছে, তার আঁচ এখন থেকেই পাচ্ছেন বলিবোদ্ধারা। গতকাল ছবির পরিচালক প্রশান্ত নীল তার সোশ্যাল মিডিয়া প্রোফাইল টুইটারে একটি টুইট করে দর্শকদের দীর্ঘ প্রতীক্ষার অবসান কবে হতে চলেছে তা জানিয়েছেন। টুইট তিনি জানিয়েছেন আগামী ১৬ই জুলাই ২০২১ তারিখে রিলিজ হতে চলেছে KGF Chapter 2।
https://twitter.com/prashanth_neel/status/1355139129101570049
শুধু তাই নয়, এই টুইটের পরেই তিনি আরো একটি টুইট করেন। সেই টুইটে তিনি লিখেছেন, ‘সিট বেল্ড বেঁধে রাখুন, কারণ তারিক একেবারেই ফাইনাল!’ এই টুইটটি হওয়ার পর থেকেই ব্যাপক রিটুইট হতে শুরু করে ও বলতে গেলে KGF Chapter 2 যে সুপার হিট হতে চলেছে তা এখন থেকেই বোঝা যাচ্ছে।
প্রসঙ্গত, আরো একটি জিনিস জেনে রাখা ভালো যে ছবিটি যেহেতু গোটা দেশে এমনকি বিদেশেও ব্যাপক জনপ্রিয় পেয়েছে, তাই ছবিতে একই দিনে অর্থাৎ ১৬ই জুলাই ২০২১ তারিখেই সমস্ত বিশ্বের জন্য রিলিজ হতে চলেছে। যেমনটা জানা যাচ্ছে ছবিটি তেলেগু, তামিল, মালায়ালম, হিন্দি ও ইংরেজি ভাষায় ডাবিং এর মাধ্যমে রিলিক হবে।