বাচ্চা ভালো বসে না এমন লোক খুঁজে পাওয়া দুষ্কর। আর বাচ্চা মানেই মাঝে মধ্যে দুস্টুমি তো কখনো আবার মজাদার কিছু কীর্তি কলাপ করে বসে। আর সেই সমস্ত মজাদার কীর্তির স্মৃতি আজকাল অনেকেই ক্যামেরাবন্দি করছেন মোবাইলে। সেই সমস্ত মজাদার কীর্তি থেকে শুরু করে বাচ্চাদের কিউট ভিডিও প্রায়শই শেয়ার হয় সোশ্যাল মিডিয়াতে। আর সোশ্যাল মিডিয়াতে শেয়ার মানেই ভাইরাল ভিডিও (Viral Video) হয়ে যায় এই ভিডিওগুলি।
আসলে ছোট থেকে বয়স্ক সকলেই আজ কাল সোশ্যাল মিডিয়াতে মত্ত থাকেন। চ্যাটিং এর পাশাপাশি ভাইরাল ভিডিও দেখতেও বেশ পছন্দ করেন দর্শকেরা। আর এই ভাইরাল ভিডিওগুলিতে কত কিছুই না থাকে দেখবার মত। আর ভাইরাল ভিডিও যদি হয় বাচ্চাদের কীর্তিকলাপ নিয়ে তাহলে তো আর কোথায় নেই, সে ভিডিও দুরন্ত গতিতে ভাইরাল হতে থাকে।
কিছুদিন আগেই এক ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছিল এক বাচ্চাকে। ভিডিওটি দেখা যাচ্ছিলো বাচ্চাটি অনবরত কেঁদেই চলেছে, তা কান্না থামাতে অনেক চেষ্টা করছে তার বাবা। কিন্তু কিছুতেই কান্না থামানো যায়নি ওই শিশুটির। শেষে কান্না থামানোর জন্য টুম্পা সোনা গান চালাতেই ম্যাজিক! একেবারে বন্ধ কান্না, তাহলেই বুঝুন। টুম্পা সোনা গান শুনলেই থেমে যাচ্ছে বাচ্চার কান্না। এমন ভিডিও কি আর রোজ রোজ দেখা যায়, এই ভিডিও শেয়ার হবার পরেই ব্যাপক ভাইরাল হয়ে পড়েছিল নেটপাড়ায়।
সম্প্রতি আরো এক খুদের ভিডিও ভাইরাল হয়ে পড়েছে নেটপাড়ায়। তবে, এবার টুম্পা সোনা গানে কান্না থামার ভিডিও নয়। বরং এক খুদে শিশুর চুল কাটার ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখতে পাওয়া যাচ্ছে চুল কাটা মোটেও পছন্দ করে না ছোট্ট ছেলেটি। নাপিত মশাই চুল কাটার সময় নানান কথা বলেই চলেছে ছেলেটি। ছেলেটি চুল নিয়ে বেশ খুঁতখুঁতে, মাঝে চুল কেটে দিলে তার হেয়ারস্টাইল নষ্ট হয়ে যেতে পারে এই নিয়ে বেশ চিন্তিত সে।
নাপিত মশাই তাঁকে মাঝে চুল ছোট করার কথা বলে মাত্রই সে বলে ওঠে, ‘ না না! চুল কেটে দিলে টাকলু হয়ে যাবো তো!’ আর খুদে ছেলের এই কান্ড দেখে হাসির রোল উঠেছে নেটদুনিয়ায়। ছোট ছেলের এই চুল কাটার ভিডিও সোশ্যাল মিডিয়াতে শেয়ার হবার পর থেকেই ঝড়ের বেগে ভাইরাল হয়ে পড়েছে। আর ভিডিও দেখে হেসেই চলেছেন নেটিজেনরা।