• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সদ্য বিয়ে সেরেছেন বরুন ধাওয়ান, স্ত্রী নাতাশার নাম খোদাই করলেন হাতে, তুমুল ভাইরাল ছবি

সদ্য বিয়ে করেছেন বলিউডের চকোলেট বয় বরুন ধাওয়ান (Varun Dhawan)। দীর্ঘদিনের প্রেমিকা নাতাশা দালাল (Natasha Dalal) এর সাথে মুম্বাইয়ের আলীবাগে সাত পাকে বাঁধা পড়েছেন বরুন। বিয়ের দিনে সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত তাদের বিয়ের একাধিক ছবি শেয়ার হয় সোশ্যাল মিডিয়াতে। যা শেয়ার হওয়া মাত্রই ভাইরাল হয়ে পড়েছিল ঝড়ের বেগে। আসলে হাম্পটি শর্মার দুলহানিয়া বলে কথা দেখতে হবে তো চকোলেট হিরোর চকোলেট বউ কে!

নাতাশা দালাল বরুণ ধাওয়ান Varun Dhawan Natasha Dalal

   

আসলে ডেভিড ধাওয়ান পুত্র বরুনের এর আগেও বহুবার বিয়ে নিয়ে জল্পনা হয়েছিল বি-টাউনে। তবে এবার ২৪শে জানুয়ারি সত্যি সত্যিই নাতাশাকে বিয়ে করেন বরুন। বিয়ের দিন ব্যাপক সুরক্ষার আয়োজন ছিল আলীবাগে। এমনিতেই করোনা মহামারীর জেরে আমন্ত্রিতদের সংখ্যা ছিল সীমিত। তারপর গোটা বিয়ের জায়গাতে টাঙিয়ে দেওয়া হয়েছিল চাঁদোয়া।

নাতাশা দালাল বরুণ ধাওয়ান Varun Dhawan Natasha Dalal

শুধু তাই নয়, বিয়ে বাড়িতে মোবাইল ফোনের ব্যবহার পর্যন্ত নিষিদ্ধ ছিল। কারণ, নিজেদের বিয়ের ছবি মিডিয়াতে প্রকাশ করতে চাননি নবদম্পতি। বিয়ের প্রথম ছবি অভিনেতা বরুন ধাওয়ান নিজেই শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়াতে। যা শেয়ার হওয়া মাত্রই ব্যাপক ভাইরাল হয়ে পড়েছিল। সাথে অভিনেতার ইনস্টাগ্রামে ঢল নেমেছিল শুভেচ্ছা বার্তার।

বরুন ধাওয়ান Varun Dhawan নাতাশা দালাল Natasha Dalal

সম্প্রতি বরুন ধাওয়ান ও নাতাশা দালালের বিয়ের কিছু ছবি প্রকাশ্যে এসেছে। যেগুলি এর আগে দেখা যায়নি। আসলে বিয়ে মানেই যেন উৎসব, বিভিন্ন জায়গায় বিভিন্ন রীতিনীতি মেনে পালিত হয়। বিয়ের মধ্যে অনেক নিয়ম থাকে যা পালন করতে হয় যেমন গায়ে হলুদ, মেহেন্দি ইত্যাদি। আর এবার বরুনের বিয়ের মেহেন্দি অনুষ্ঠানেই কিছু ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে।

বরুন ধাওয়ান Varun Dhawan নাতাশা দালাল Natasha Dalal

যদিও খুব একটি বেশি কিছু ডিজাইন নেই বরুনের হাতে। তবে ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে বরুনের হাতে লাভ চিহ্ন  দিয়ে প্রথমে নাতাশা ও পরে বরুনের নামের প্রথম অক্ষর রয়েছে। আর মেহেন্দির এই ছবিই প্রকাশ্যেয়াসের পর থেকে ভাইরাল হয়ে পড়েছে ব্যাপকভাবে।

বরুন ধাওয়ান Varun Dhawan নাতাশা দালাল Natasha Dalal

প্রসঙ্গত, বিয়েতে বরুন ও নাতাশা দুজনেই খুব খুশি। কিন্তু এক সাক্ষাৎকারে বরুন নিজেই বলেছেন যে নাতাশার সাথে প্রেম করতে বেশ কষ্ট করতে হয়েছে তাকে। একসাথে পড়াশোনা থেকে শুরু করে দীর্ঘ দিনের প্রেম চলেছে ঠিকই। কিন্তু প্রেমে রাজি হবার আগে তিন থেকে চার বার বরুণকে প্রত্যাখ্যান করেছিল নাতাশা। তবে বরুন মোটেও হাল ছাড়ার পাত্র ছিলেন না, আর তাই আজ দুজনে বিবাহিত হয়ে সুখী দাম্পত্য জীবন শুরু করলেন।

site