টলিউডের (Tollywood) অভিনেত্রী পায়েল সরকার (Paayel Sarkar)। আজকাল অভিনেত্রী তাঁর সাহসী ছবির জন্য বেশ চর্চায় আছেন। যত দিন যাচ্ছে ততই যেন পাল্লা দিয়ে বাড়ছে এই টলিঅভিনেত্রীর হটনেস আর গ্ল্যামার। আগে ঠিক যতটা লাস্যময়ী ছিলেন তিনি এখন নিজেকে গড়ে পিটে ততটাই বোল্ড হয়ে উঠেছেন অভিনেত্রী। হইচইয়ের বিভিন্ন ওয়েব সিরিজে বেশ সাহসী ভূমিকাতেই অভিনয় করেছেন পায়েল।
‘প্রেম আমার’ ছবির সেই পায়েলকে আজকাল যেন চিনতেই পারছেন না দর্শকরা। ‘বোঝে না সে বোঝেনা’র সেই চুপচাপ মুখচোরা মেয়ে আজকে একদম ‘হটনেস বম্ব’। তার বোল্ড ছবিতে ইতিমধ্যেই ঘুম উড়েছে তার পুরুষ ভক্তদের। আর সেক্সী এই অভিনেত্রী বর্মানে টলিপাড়া থেকে সোশ্যাল মিডিয়া দাপিয়ে বেড়াচ্ছেন সর্বত্র।
সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় অভিনেত্রী, প্রায়শই নিজের ছবি ও ভিডিও শেয়ার করেন অনুগামীদের সাথে। আর ছবি শেয়ার করেই মাতিয়ে রাখেন ৫ লক্ষাধিক অনুগামীদের। কিছুদিন আগেই অভিনেত্রী হাজির হয়েছিলেন প্যান্ট ছাড়া পোশাকে। লোমশ একটি পোশাকের মধ্যে অভিনেত্রীর বোল্ড লুকের ছবি সুপার ভাইরাল হয়েছিল নেটপাড়ায়।
এছাড়াও নেটের পোশাকে অভিনেত্রীর লাস্যময়ী শরীরের ছবিও ব্যাপক ভাইরাল হয়েছিল। নেটের পোশাকের ফাঁকে স্পষ্ট দেখা যাচ্ছিলো পায়েলের অন্তর্বাস। যা দেখে রীতিমত ঘুম উড়েছিল বহু ভক্তের।
বর্তমানে অভিনেত্রীকে রুপোলি পর্দায় সেভাবে দেখা যায়না। তবে,কখনো ক্লাসিকাল তো কখনো ওয়েস্টার্ন, বোল্ড ফিগারের সাথে হটনেস দিয়ে পুরুষ মনে ঝড় তোলার কায়দা বেশ ভালোই রপ্ত করেছেন অভিনেত্রী পায়েল সরকার।
সম্প্রতি অভিনেত্রী একটি ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়াতে। ছবিতে হলুদ রঙের ওয়ান পিস পোশাকে লাস্যময়ী রূপে ধরা দিয়েছেন অভিনেত্রী। আর স্বল্প পোশাকের মাঝেই উঁকি দিচ্ছ বক্ষ বিভাজিকা। শীতের মাঝে অভিনেত্রী পায়েলের এমন বোল্ড ছবিতে উষ্ণতার পারদ চড়েছে নেটপাড়ায়। আর সাথে সাথে ভাইরাল হয়ে পড়েছে ছবিটি।