• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

যৌবনে ফিরে গেলেন ক্যাপ্টেন কুল! নতুন স্টাইলিশ লুকে মহেন্দ্র সিং ধোনির ছবি তুমুল ভাইরাল নেটপাড়ায়

ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্রা সিং ধোনি (Mahendra Singh Dhoni)। অনেকেই তাকে ক্যাপ্টেন কুল নাম চেনেন আবার কেউ কেউ মাহি নামেও চেনেন। ক্রিকেটের শুরুর দিকে লম্বা ও ঘন চুল নিয়ে দেখা গিয়েছিল মহেন্দ্রা সিং ধোনিকে। তাঁর  সেই লম্বা চুলই ছিল যেন তার স্টাইল। তবে নিজের লুকস নিয়ে বরাবরই একটু যত্নশীল মাহি। লম্বা চুল থেকে শুরু করে একেবারে ছোট চুলের লুকে দেখা গিয়েছে তাকে।

MS Dhoni এম এস ধোনি

   

দীর্ঘদিন লকডাউনের পর আইপিএল সিজেন ১৩ এ দেখা গিয়েছিল ধোনিকে। সেখানে একগাল দাড়িতে দেখা গিয়েছিল ধোনিকে, অনেকেরই ধোনির এই লুকস পছন্দ হয়েছিল। এরপর আইপিএল সিজেন ১৩ শেষ হলে স্ত্রী ও মেয়েকে নিয়ে আরব আমিরশাহীতে ঘুটি কাটাতে গিয়েছিলেন ধোনি।

MS Dhoni এম এস ধোনি

কিছুদিন হল ফিরেছেন ছুটি কাটিয়ে। বর্তমানে একটু অ্যাড শুটের জন্য মুম্বাইতে আছেন ক্যাপ্টেন কুল ধোনি। আর সেখানেই ধোনিকে দেখা গিয়েছে একেবারে অন্য লুকসে। ট্রিমড ছোট দাঁড়ি আর সাথে মানানসই হেয়ারকাট। দেখে মনেই হবে না যে ৩৯ বছরে পা দিয়েছেন ধোনি।

MS Dhoni এম এস ধোনি

ক্যাপ্টেন কুলের অগণিত ফ্যান রয়েছে সোশ্যাল মিডিয়াতে। আর তাঁরা ধোনির এই স্টাইলিশ লুকের ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়াতে। সেই ছবি শেয়ার হবার পর থেকেই সুপার ভাইরাল হয়ে পড়েছে নেটপাড়ায়। প্রায় সকলেই নতুন লুকে ধোনিকে দেখে চমকে গিয়েছেন। ছবিতে ধোনিকে দেখে মনে হচ্ছে যেন যৌবনে ফিরে গিয়েছেন তিনি। মিষ্টি হাসি মুখে ধোনির ছবি এখন নেটপাড়ায় নজর কাড়ছে সকলের।

MS Dhoni এম এস ধোনি

site