অভিনেত্রী প্রজ্ঞা জয়সওয়াল (Pragya Jaiswal)। বর্তমানে বলিউডের মোস্ট এলিজিবল ব্যাচেলার সালমান খানের (Ssalman Khan) সাথে চুটিয়ে রোমান্স করছেন অভিনেত্রী। তবে সেটা ছবির পর্দায়। সালমান খানের আগামী ছবি ‘অন্তিমঃ দ্যা ফাইনাল ট্রুথ’ ছবিতে সালমানের বিপরীতে অভিনয় করছেন প্রজ্ঞা।
আর ছবিতে সালমান খানের সাথে দুর্দান্ত রোমান্টিক দৃশ্যে দেখা যাবে অভিনেত্রী প্রজ্ঞা জয়সওয়ালকে। কিন্তু প্রজ্ঞাকে এই মুহূর্তে খুব কম লোকই চেনেন, আসুন জেনে নেওয়া যাক কে এই প্রজ্ঞা জয়সওয়াল।
আমরা সকলেই জানি যে, সালমান খান বহু নতুন অভিনেত্রী উপহার দিয়েছেন বলিউডকে। এমনকি বর্তমানে বলিউডের অনেক টপ অভিনেত্রীরা সালমান খানের হাত ধরেই পথ চলা শুরু করেছিলেন। এমনি প্রজ্ঞা জয়সওয়ালও এবার বলিউডের ভাইজানের সাথে আত্মপ্রকাশ করতে চলেছেন।
প্রজ্ঞা জয়সওয়াল কিন্তু একেবারে নতুন নন বলিউড ইন্ডাস্ট্রিতে। এর আগেও কিছু তেলেগু ছবিতে অভিনয় করেছেন অভিনেত্রী। তবে, এবার ভাইজানের হাত ধরে বলিউডে প্রবেশ করতে চলেছেন অভিনেত্রী।
শেষ ছবি ‘কাঁচিতে’ অভিনয়ের জেরে বেশ জনপ্রিয় হয়েছিলেন অভিনেত্রী। টলিউডের এই অভিনেত্রী এখন বলিউডের নয়া সেনসেশন!
অভিনেত্রী সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয়। মাঝে মধ্যেই নিজের হট অ্যান্ড বোল্ড লুকের ছবি শেয়ার করেন সোশ্যাল মিডিয়াতে। ১৭ লক্ষেরও বেশি অনুগামী রয়েছে তাঁর সোশ্যাল মিডিয়াতে।
ট্রাডিশনাল লুক থেকে শুরু করে বোল্ড ওয়ান পিস পোশাকে প্রজ্ঞার ছবি দেখে শখ আটকাতে বাধ্য।
কালো অন্তর্বাস হোক বা পিঙ্ক কালারের বিকিনি লাস্যময়ী শরীরের বোল্ড লুকসে ঘায়েল হন লক্ষ লক্ষ পুরুষ ভক্তরা। অভিনেত্রীর প্রতিটি ছবিই শেয়ার হবার পর ভাইরাল হতে বেশি সময় লাগে না। এবার দেখার বিষয় নতুন ছবিতে প্রজ্ঞার বোল্ড লুকসের সাথে অভিনয় বাজিমাত করতে পারে কি না!