বলিউডের পাওয়ার কাপল তথা নবাব দম্পতি সাইফ কারিনা ঘরে আসতে চলেছে নতুন অতিথি। এই নিয়ে দ্বিতীয়বার মা হতে চলেছেন কারিনা কাপুর (Kareena Kapoor)। অন্যদিকে চতুর্থ বার সন্তানের বাবা হতে চলেছেন পাতৌদি নবাবপুত্র সাইফ আলী খান (Saif Ali Khan)। তবে, ঠিক কবে ভুমিষ্ট হতে পারে নতুন অতিথি তা নিয়ে নানান জল্পনা চলছে। এবার এই নিয়ে মুখ খুললেন স্বয়ং সাইফ আলী খান।
বর্তমানে নিজের ৮ মাসের গর্ভাবস্থা বেশ উপভোগ করছেন কারিনা কাপুর। বেবিবাম্প সহ একাধিক ছবি প্রকাশ্যে এসেছে অভিনেত্রীর। এমনকি কিছুদিন আগেই বেবি বাম্প নিয়েই ফটোশুট করেছেন কারিনা কাপুর। সেই ফটোশুটের ছবি শেয়ার করতেই তা সুপার ভাইরাল হয়ে সোশ্যাল মিডিয়াতে।
ছবি দেখে স্পষ্টতই বোঝা যাচ্ছে যে গর্ভাবস্থায় চেহারার গ্ল্যামার বা জেল্লা কোনোটাই কমেনি।বরং আরো বেড়ে গিয়েছে অভিনেত্রীর গ্ল্যামার, অন্তত ছবিতে তারই প্রকাশ পাওয়া গিয়েছে। এখন অপেক্ষা শুধু সন্তানের জন্ম নেবার। নিজের ও আসন্ন সন্তানের বেশ যত্ন নিচ্ছেন কারিনা। সাথে নতুন খেলার সাথীর জন্য মা বাবার মত অধীর আগ্রহে রয়েছে ছোট্ট তৈমুর।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ঠিক কবে আসছে নতুন অতিথি তা আরো স্পষ্ট করে দিলেন স্বয়ং সাইফ আলী খান। অভিনেতা জানান তিনি ইতিমধ্যেই দ্বিতীয় সন্তানের জন্য একেবারে প্রস্তুত। ইতিমধ্যেই দ্বিতীয় সন্তান আসার আগেই নিজেদের পুরোনো বাড়ি ছেড়ে নতুন বাড়িতে এসে হাজির হয়েছেন সেলেব দম্পতি। সন্তানের জন্মের পর এখানেই থাকবেন সাইফ কারিনা।
আর যেমনটা জানা যাচ্ছে আগামী ফ্রেবুয়ারী মাসেই আস্তে চলেছে সুখবর। অর্থাৎ কারিনা কাপুর তার দ্বিতীয় সন্তানের জন্ম দিতে চলেছেন আগামী মাসেই।
যদিও নির্দিষ্ট করে কোনো তারিখ জানাননি সাইফ আলী খান। তবে, ফ্রেবুয়ারী মাসেই যে নবাব পরিবারে নতুন অতিথি আস্তে চলেছে তার ইঙ্গিত মিলেছে স্পষ্ট। সাথে অভিনেতা এও জানান এবার তারা প্রথমবারের মত নাম নিয়ে সমস্যায় পড়তে চান না। তাই এবার নামকরণ নিয়ে নিজেদের মধ্যে কিছু চিন্তা ভাবনা করেছেন সাইফিনা।