আমাদের চারিপাশে এমন অনেক কিছুই ঘটে যা আমরা জানি না। আজকাল সোশ্যাল মিডিয়া আর ইন্টারনেটের দয়াতে এই সমস্যার সমাধান হয়েছেন অনেকটাই। আজ পৃথিবীর কোনো এক প্রান্তের কোনো অদ্ভুত ঘটনা খুব সহজেই ক্যামেরাবন্দি করে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করলে তা ভাইরাল ভিডিওতে (Viral Video) পরিণত হয়ে যেতেই পারে। আর একবার ভাইরাল হলে তা লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে যায় ও সকলে সেই ঘটনার কথা জানতে পারে।
ভাইরাল ভিডিওতে আমরা হাসির জিনিস থেকে শুরু করে ভয়ংকর এমনকি কিছু অবাক করা জিনিস দেখতে পাই। আবার এমন অনেক ঘটনা দেখা যায়যেগুলির কোনো ব্যাখ্যা খুঁজে পাওয়া যায় না। কখনো বয়স্ক দাদুকে দুর্দান্ত এনার্জি নিয়ে নাচে দেখা যায় তো কখনো আবার হিংস্র বন্য প্রাণীদের লড়াই চোখে পড়ে। সাথে কিছু আশ্চর্য জিনিসের ভিডিও থাকে যা দেখলে অবাক হয়ে যেতে হয়।
সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ভাইরাল হয়েছে যা দেখে অবাক হয়ে যেতে হয়। শুধু তাই নয়, ঘটনাটির কোনো ব্যাখ্যা খুঁজে পাওয়া যাচ্ছে না ভুতুড়ে কান্ড ছাড়া। ভিডিওতে দেখা যাচ্ছে রাতের বেলায় একটি মোটরবাইক নিজে থেকেই চলতে শুরু করে। ঠিক যেমন কেউ বাইকটিকে নিয়ে হাঁটতে শুরু করলে দেখায় তেমন ভাবেই।
ভিডিওটি হল একটি সিসিটিভি ক্যামেরার রেকর্ডিং। যেমনটা জানা যাচ্ছে, এটি কলকাতার কোনো এক জায়গার ঘটনা। ভিডিওতে রাত ১টা নাগার কলকাতার কোনো এক ফাঁকা রাস্তায় একটি বাইক দাঁড়িয়ে থাকতে থাকতে হটাৎই নিজে থেকে চলতে শুরু করে ও পরে যায়। তবে, ভিডিওতেই সেখানে কোনো মানুষ বা কুকুর, বেড়ালের উপস্থিতি দেখতে পাওয়া যায়নি। তাহলে কি করে সম্ভব এমন ঘটনা?
আজব এই ঘটনার ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা হলে তা ভাইরাল হয়ে পড়েছে। অনেকেই এটিকে ভৌতিক ঘটনা বলে আখ্যা দিয়েছেন।