বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ (Jacqueline Fernandez)। দিনে দিনে অভিনেত্রীর হটনেসের মাত্রা যেন বেড়েই চলেছে। ‘কিক’ ছবিতে অভিনেত্রীর সালমানের সাথে অভিনয় বেশ জনপ্রিয় হয়েছিল দর্শক মহলে। তবে কিক ছাড়াও “মার্ডার ২ (Murder 2)”, “রেস ৩ (Race 3)”, “হাউসফুল ২ (Housefull 2)”, “হাউসফুল ৩ ( Housefull 3 )”, “সাহু (Sahoo)” ইত্যাদি অনেক ছবিতে তার অভিনয় বেশ সমাদৃত হয়েছিল।
২০১১ সালে আলাদিন ছবি দিয়ে প্রথম বলিউডে প্রবেশ জ্যাকলিনের। এর পর থেকে একের পর এক হিট ছবিতে দেখা গেছে অভিনেত্রীকে। ধীরে ধীরে বলিউডে তিনি বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন, সাথে সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় তিনি যার ফলে তার ভক্ত সংখ্যা বেড়েই চলেছে দিন দিন। নিজের ফটোশুটের ছবি ভিডিও প্রায়শই অভিনেত্রী শেয়ার করে থাকেন ভক্তদের সাথে তার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে।
গতবছর অভিনেত্রী ৪৬ মিলিয়ন অনুগামী হওয়ার আনন্দে কিছু ছবি শেয়ার করেছিলেন। ছবিতে কোনো পোশাক ছাড়াই দেখা গিয়েছিল জ্যাকলিনকে। পোশাকের বদলে দেহ ঢাকা ছিল অল্পকিছু ফুল দিয়ে। অভিনেত্রীর সেই ছবি রীতিমত ঝড়ের গতিতে ভাইরাল হয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়াতে।
সম্প্রতি অভিনেত্রী তার সোশ্যাল মিডিয়াতে একটি ছবি শেয়ার করেছেন। ছবিতে শাড়ি পরে খোলা চুলে মাথায় ফুল গুঁজে লাস্যময়ী পরীর রূপে ধরা দিয়েছেন জ্যাকলিন। সাথে ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন ‘ড্রিম গার্ল’। অভিনেত্রীর এই ছবি শেয়ার হবার পর থেকেই ঝড়ের গতিতে ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে। ১০ লক্ষেরও বেশি মানুষ সেই ছবি দেখেছেন ও পছন্দ করেছেন।
প্রসঙ্গত, নতুন ছবি ‘বচ্চন পান্ডে’ এর শুটিংয়ে ব্যস্ত রয়েছেন অভিনেত্রী । বলিউডের আরো অনেক নামি দামি তারকারাও আছেন এই নতুন সিনেমাতে। নতুন এই ছবিতে অক্ষয় কুমার (Akshay Kumar), কৃতি সানন, আরশাদ ওয়ার্সির মতো বড়ো তারকাদের সাথে অভিনয় করতে দেখা যাবে জ্যাকলিন ফার্নান্দেজকে।