টলিউডের (Tollywood) অভিনেত্রী বিবৃতি চ্যাটার্জী (Bibriti Chatterjee)। বিবৃতি মূলত মডেলিং করতেন তবে মডেলিংয়ের হাত ধরেই ‘এভাবেই গল্প হোক’ ছবি দিয়ে টলিউডে পা রাখেন অভিনেত্রী। অভিনেত্রী হিসাবে তার যেমন অভিনয়ের দক্ষতা ছিল তেমনি লাস্যময়ী চেহারাও তাকে লাগানোর মত। তাই এরপর থেমে থাকতে হয়নি অভিনেত্রীকে।
ইতিমধ্যেই টলিউডের বহু নামি অভিনেতাদের সাথে কাজ করছেন অভিনেত্রী। ব্যোমকেশ গোত্রে বিখ্যাত অভিনেতা আবির চ্যাটার্জীর সাথে কাজ করেছেন। সেখানে মীরার চরিত্রে অভিনয় করেছিলেন বিবৃতি। এছাড়াও ‘ব্রম্ভা জানেন গোপন কম্মো টি’, ‘মুখোশ’, ‘বহমানের’ মত একাধিক ছবিতে অভিনয় করেছেন অভিনেত্রী।
বিবৃতি সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয়। প্রতিনিয়ত নিজের ছবি শেয়ার করেন অভিনেত্রী সোশ্যাল মিডিয়াতে। সোশ্যাল মিডিয়াতে তার অনুগামীর সংখ্যাও বেড়েই চলেছে দিনে দিনে।
আর হবে নাই বা কেন শুধুই কি অভিনয়! অভিনয়ের সাথে নিজের ওমন লাস্যময়ী শরীরের ছবি যেন বোমা ফাটাচ্ছে নেটপাড়ায়।
মূলত ট্রাডিশনাল পোশাক পড়তে ভালোবাসেন অভিনেত্রী। একসময় এক সাক্ষাৎকারে নিজেই সে কথা বলেছিলেন অভিনেত্রী। তিনি বলেছিলেন যে, ‘আমি একটু আরামদায়েওক ও ট্রাডিশনাল পোশাক যেমন সুতি, খাদি বেশি পছন্দ করি’।
তবে অভিনেত্রীকে ট্রাডিশনাল ছাড়াও ওয়েস্টার্ন পোশাকেও দেখা যায় মাঝে মধ্যেই। অভিনেত্রীর গোপালী রঙের অন্তর্বাস পরিহিত ছবি একসময় ঝড় তুলেছিল সোশ্যাল মিডিয়াতে।
তবে ওয়েস্টার্ন পোশাক তো বটেই, শাড়ি ও ট্রাডিশনাল পোশাকেও একেবারে লাস্যময়ী অবতারে হটনেস বোমা ফাটাতে বেশ পারদর্শী বিবৃতি চ্যাটার্জী।
সম্প্রতি অভিনেত্রী তার কিছু ছবি শেয়ার করেছেন যেখানে অভিনেত্রীকে দেখে চোখ ফেরানো দায়। সবুজ রাঙা শাড়ি আর ব্যাকলেস ব্লাউজের সাথে উষ্ণ চোখের চাহনি যেন চুরিবিদ্ধ করে পুরুষ হৃদয়।
এককথায় বলতে গেলে টলিউডের সেক্সী ডিভাদের মধ্যে নতুন সংযোজিত হতে চলেছেন বিবৃতি চ্যাটার্জী। অভিনেত্রীর ছবি দেখে অন্তত তা বেশ স্পষ্ট।