টলিউডের (Tollywood) অভিনেত্রী স্বস্তিকা মুখার্জী (Swastika Mukherjee)। বিভিন্ন সময়ে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী। যতবারই অভিনয় করেছেন অবাক করেছেন নিজের অভিনয় দিয়ে। বাংলা ছবি থেকে শুরু করে শর্ট ফিল্ম এমনকি ওয়েব সিরিজেও অভিনয় করেছেন অভিনেত্রী।
টলিউডের বাকি অভিনেত্রীদের থেকে অনেকটা আলাদা অভিনেত্রী। সমাজের কে কি বলল তার ধার ধরেন না তিনি। নিজের মত করেই নিজের জীবন চালনা করতে চান অভিনেত্রী, করেনও তাই। যার ফলে বহুবারই বিতর্কে নাম জড়িয়েছে অভিনেত্রী, সংবাদ মাধ্যমের শিরোনামেও এসেছেন বহুবার।
অভিনেত্রী সোশ্যাল মিডিয়াতে বেশ সক্রিয়। প্রতিনিয়ত নিজে ছবি ও ভিডিও শেয়ার করেন সোশ্যাল মিডিয়াতে। সেখানে স্বস্তিকার অনুগামীর সংখ্যাও নেহাত কম নয়। সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম ইনস্টাগ্রামে স্বস্তিকার অনুগামীর সংখ্যা ইতিমধ্যেই ১০লক্ষ ৭৩ হাজার ছাপিয়ে গেছে। অর্থাৎ বাঙালির কাছে বেশ জনপ্রিয় অভিনেত্রী। যার ফলে ছবি হোক বা ভিডিও শেয়ার করলে তা ভাইরাল হতে বেশি সময় লাগে না।
সম্প্রতি কেরালায় (Kerala) ঘুরতে গিয়েছেন অভিনেত্রী। আর ঘুরতে গিয়ে সমুদ্রে ধরে বেশ খানিকটা সময় কাটাচ্ছেন স্বস্তিকা। সাদা রঙের ঢিলেঢালা পোশাকে সমুদ্রতটে বসে উপভোগ করেছেন সমুদ্রের সৌন্দর্য। সমুদ্রতট থেকে কিছু ছবিও শেয়ার করেছেন অভিনেত্রী তার সোশ্যাল মিডিয়াতে।
সাথে একটি ভিডিও শেয়ার করেছেন। আর ভিডিওতে সমুদ্রতটে প্রকাশ্যেই চুমু খেতে দেখে যাচ্ছে স্বস্তিকাকে। তবে দ্বিতীয় কোনো ব্যক্তিকে দেখতে পাওয়া যায়নি সেখানে। ভিডিওটির ক্যাপশনে স্বস্তিকা লিখেছেন, ‘আমি যাচাই করে দেখেছি যা অনেকটা সময় আমি নিজের সাথে যুদ্ধ করে কাটিয়েছি। নিজের বাড়ি কেমন হয় তও হয়তো ভুলে গেছি!’ আসলে লাইনগুলি উইলডার নামের কোনো এক ব্যক্তিত্বের বলা সেগুলিকেই নিজের পোস্টের ক্যাপশনে ব্যবহার করেছেন স্বস্তিকা।
শেষে লিখেছেন, ‘এই চুমুগুলো তাদের জন্য যারা নিজেদেরকে অনেকটা সময় অবহেলা করেছেন, নিজের প্রতি ভালোবাসা প্রকাশ করেননি’। আর স্বস্তিকার শেয়ার করা এই ছবি ও ভিডিও বর্তমানে বেশ ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে। ইতিমধ্যেই ২৬ হাজারেরও বেশি দর্শক দেখেছেন।
View this post on Instagram